Site icon Trickbd.com

আপনি কি vpn use করেন ??? সাবধান ,,, আপনি পড়তে পারেন সমস্যায় ।

Unnamed

হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন post এ । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে। চলুন শুরু করা যাক।

তো, আজকে আমি এই পোষ্টে আপনাদেরকে vpn
সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব, যেগুলো না জানা থাকলে আপনি হয়তো বিপদে পড়তে পারেনl এমনকি এগুলোর মধ্যে 2,1 টার সম্মুখীন আমি নিজেও হয়েছি l

তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা main পোষ্টে চলে যাই।

আজকাল অনেকেই vpn use করেন । কিন্তু এর জন্য পড়তে পারেন সমস্যায় ।

*vpn কি?
মূলত vpn এর পূর্ণ রূপ হল verify personal network ….. এটি মূলত অন্য দেশের server এর সাথে আপনার মোবাইল কে connect করে আপনার মোবাইল এর ip address change করে দেয় ।

*some types of vpn
আজকাল অনেক ধরনের vpn পাওয়া যায় । যেমন আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন ।

অনেকেই vpn use করে Facebook, free fire, twitter এবং অন্যান্য নিষিদ্ধ site visit করেন,

কিন্তু যদি আপনি vpn ব্যবহার করে Facebook চালান ,,, অথবা free fire খেলেন ,, তাহলে, আপনার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে

চলুন জেনে নিই কি রকম problem হতে পারে :

১/ আপনার Facebook আর free fire id হয়ে যেতে পারে banned ….. হ্যা আপনি ঠিকই শুনেছেন ।
ফেসবুক কর্তৃক অনেক web developer এবং engineer নিয়োগ দেয়া আছে । তারা প্রতিনিয়ত নিরাপত্তা বাড়াচ্ছে । তাই যদি আপনি vpn দিয়ে Facebook চালান , তাহলে আপনার ip address আর country code ম্যাচ না করায় id ব্যন হয়ে যেতে পারে । আর free fire এর ক্ষেত্রে সার্ভার change এর প্রবলেম to আছেই l

২/আপনার মোবাইল অনেক slow হয়ে যেতে পারে । আপনি খেয়াল করে দেখবেন , vpn install করার পর এটি connect করতে হয় । আর অন্য দেশের server এর সাথে আপনার device connect করতে আপনার ডিভাইস কে অনেক load নিতে হয় । ip change, dns fix সহ অনেক কাজ করার দরকার হয়, তাছাড়া vpn disconnect korar পর ও আবার এইগুলা fix করতে hoy l

তাই অনেকসময় ফোনে vpn disconnect করার পর net connection অনেক slow হয়ে যায় l Samsung মোবাইল গুলোতে এই প্রবলেম বেশি দেখা যায় l

অনেকসময় মোবাইল hang দিতে পারে । (আমি নিজে ভূক্তভোগী)

আর আপনার ডিভাইসের ram যদি কম হয় ,,, তাহলে ডিভাইস টি একদম নষ্ট হয়ে যেতে পারে । ( সবখানে নয়)

৩/এখন অনেক ধরনের নকল vpn app বের হচ্ছে । তারা vpn সেবা দেয়ার নাম করে আপনার মোবাইল হ্যাক করে নিতে পারে । আপ্নার ব্যাক্তিগত তথ্য হ্যাক হয়ে যেতে পারে বা ফোন এ ভাইরাস ঢুকতে পারে l

৪/ অনেকেই ভাবে vpn দিয়ে কোনো অন্যায় কাজ করলে তাকে কেউ ধরতে পারবে না l কিন্তু আপনি যদি ভেবে থাকেন যে VPN দিয়ে আপনি যেকোনো অপরাধমূলক কাজ করবেন আর বেঁচে যাবেন, তাহলে আপ্নার ধারণা ভূল। VPN service provider থেকে সহজেই আপনার আসল location বের করে নেওয়া সম্ভব l

৫/আপনি যখন কোন সাইটে প্রবেশ করেন তখন শুধুমাত্র আপনার আইএসপি ( ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ) আপনার এক্টিভিটি লগ সম্পর্কে জানতে পারে । অন্যকেউ আপনার এক্টিভিটি লগ সম্পর্কে জানতে পারবে না । কিন্তু ভিপিএ ব্যবহার করলে আপনার সমস্ত এক্টিভিটি লগ এর ইতিহাস ভিপিএন কর্তৃপক্ষ এর কাছে সংরক্ষিত হয়ে থাকে । ফলে আপনি ঝুঁকির সম্মুখীন হতে পারেন ।

,
অবশেষে একটি কথাই বলব । যথাসম্ভব Vpn এড়িয়ে চলেন । আর যদি খুব বেশি দরকার হয় তাহলে use করতে পারেন , কিন্তু অবশ্যই দীর্ঘ সময় ব্যবহার করবেন না ।

তো তাহলে আমার আজকের পোষ্ট এই পর্যন্তই। আশা রাখি পোস্টটি আপনাদের কাজে দিবে l

মানুষ মাত্রেই ভুল হয় , তাই পোষ্টে কোন ভুল থাকলে দয়া করে মাপ করে ‍দিয়েন, আর প্লিজ কমেন্টে লিখে ভুলগুলা শোধরানোর সুযোগ করে ‍দিয়েন।

কোন কিছু না বুঝলে বা কোন কিছু জানার থাকলে, আমাকে কমেন্টে জানান।
আর প্লিজ যদি এই পোস্টটি আপ্নার একটু হলেও উপকারে আসে, তাহলে প্রতিদান হিসেবে দয়া করে আমার youtube channel টা subscribe kore দিন।


আর যেকোন প্রবলেমে ফেসবুকে আমি

তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ।