হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে। অনেক উৎসাহ নিয়ে আজকে পোস্ট লিখতে বসলাম। কারন পোষ্টটা হবে ধামাকাদার। চলুন শুরু করা যাক।

তো, আজকে আমি এই পোষ্টে আপনাদেরকে দেখাবো কিভাবে WhatsApp এপ এ এমবি বাঁচানো যায় l WhatsApp শহ অনেক app আসে যারা background এ আপনার ফোনের mb খায় l আর আমার এই পোস্ট এই সমস্যার সমাধান দিবে WhatsApp এর ক্ষেত্রে l আমরা যারা mobile data use করে WhatsApp চালাই, তাদের এই পোস্টটা অবশ্যই কাজে লাগবে l ছোট্ট একটা tricks use করলেই WhatsApp এ অনেক mb বাঁচানো সম্ভব l

তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা main পোষ্টে চলে যাই।

2827622885

প্রথমে settimgs এ প্রবেশ করুন।

তারপর এখান থেকে when using mobile data select করুন l

এখানে যতোগুলা টিক চিহ্ন আছে সবগুলা উঠিয়ে দিন l ok click করেন l

এরপরে use less data for calls option চালু করে দিন।

তাহলে আপনার phn এর mb অনেক কম কাটবে l এই সিস্টেম এ আপনাকে কেউ image, video, photo, document ইত্যাদি পাঠালে automatically download হয়ে থাকবে না, ফলে আপনি যার উপর click করবেন ওই টা দেখতে পারবেন l ফলে mb কম কাটবে l

তো তাহলে আমার আজকের পোষ্ট এই পর্যন্তই। আশা রাখি পোষ্টটা আপনাদের কাজে দিবে।

মানুষ মাত্রেই ভুল হয় , তাই পোষ্টে কোন ভুল থাকলে দয়া করে মাপ করে ‍দিয়েন, আর প্লিজ কমেন্টে লিখে ভুলগুলা শোধরানোর সুযোগ করে ‍দিয়েন।

কোন কিছু না বুঝলে বা কোন কিছু জানার থাকলে, আমাকে কমেন্টে জানান।
আর নিত্য নতুন ট্রিক্স এবং free fire সম্পর্কিত যেকোন আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইভ করে সাথেই থাকুন।


আর যেকোন প্রবলেমে ফেসবুকে আমি

তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ।



9 thoughts on "WhatsApp ইউজাররা, দেখুন ছোট্ট একটা tricks use করে কিভাবে মোবাইলের mb সেভ করা যায় l"

    1. Prottoy Saha Contributor Post Creator says:
      thanks
  1. Prince Contributor says:
    কথায় আছে,, অল্প বিদ্যা ভয়ংকর।
    কিভাবে ফেসবুক আইডি খুলতে হয়?? না দেখলে মিস করবেন ?
    এটা নিয়ে একটা পোষ্ট করেন।
    1. Prottoy Saha Contributor Post Creator says:
      কেনো? আপনি এত বোকা যে কিভাবে fb id খুলে তাও জানেন না??
    2. Prince Contributor says:
      এতো সাধারন একটা জিনিস,,,, ছোট বাচ্চাও পারে। পারলে ভালো কিছু পোষ্ট করেন
  2. GR RAIHAN Contributor says:
    Valo Post
  3. Dark_Superman (Mr. Merciless) Contributor says:
    ভালো পোস্ট, অনেক messenger, imo চালানো মূর্খগুলো জানতো না। খুবই কাজের পোস্ট। চালিয়ে যান। নুব পোস্ট হলেও অনেক helpful post.

    যদিও Facebook, messenger, whatsapp, Instagram এগুলো বেজন্মা ইহুদি জাকারবার্গের নিয়ন্ত্রণে আছে। এসব না চালানোই ভালো কারণ ওরা তথ্য চুরি করে।

    তার থেকে Telegram, Signal, Session Messenger এ ধীরে ধীর সরে আসি, এগুলো নিরাপদ আর ব্যবহার করাও সহজ জারজ ইহুদি,ইসরায়েলের তৈরী জিনিসের চাইতে।

  4. Jahid Hasan Contributor says:
    সিম্পল পোস্ট।
    তবে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন।

    সামনে আরো ভালো কনটেন্ট নিয়ে কাজ করার অনুরোধ রইলো।

  5. Levi Author says:
    সুন্দর ভাই।

Leave a Reply