আসসালামু আলাইকুম , কেমন আছেন সবাই আমার মনে হয় যে ভালোই আছেন কারণ ট্রিকবিডি এর সাথে থাকলে তো ভালোই থাকবেন । তো কাজের কথায় আসা যাক । আমি নতুন তাই আমার ভুলত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন । এই পোস্টে আমি দেখাবো যে কিভাবে আপনি আপনার ইউটিউব এর ভিডিও দেখবেন আবার অন্য কাজও করতে পারবেন তো পোষ্টটি শুরু করা যাক । এর জন্য চলে যাবেন গুগোল প্লে স্টোরে ।
সার্চ বক্সে লিখবেন floating tube লিখে সার্চ দিবেন ।
সার্চ করার পর এই নিজের রেজাল্ট টি আসবে সেখানে চলে যাবেন । গিয়ে এখান থেকে ইন্সটল করে নিবেন ।
ইনস্টল করার পর ওপেন করবেন আপনার কাছে পারমিশন চাইবে পারমিশন দিয়ে দিবেন ।
এরপর আপনাকে যা করতে হবে সেটি হল অ্যাপটি ক্লোজ করে আরেকবার ঢুকতে হবে । তারপর এখানে আপনার পছন্দমত একটা ভিডিও সিলেক্ট করবেন । যেমন আমি এটা সিলেক্ট করলাম ।
এটা এরপর প্লে হবে তারপর এরকম দেখাবে ।
এখন আমি অ্যাপটি থেকে বের হয়ে গেলাম আপনি এখানে দেখানো অপশনটি থেকে সাইজ ছোট বা বড় করতে পারেন ।
আমি এখন ফেসবুকে ঢুকে দেখাচ্ছি আপনি চাইলে অন্য অ্যাপ ব্যবহার করতে পারেন ।
এখানে কিন্তু ভিডিওটি ও চলছে আবার ফেসবুক ও চলছে ।
সম্পূর্ণ পোস্টটি ধৈর্য্য সহকারে পড়ার জন্য জাযাকাল্লাহ খয়রান ।
পোস্ট টি বুঝতে কোনো প্রকার অসুবিধে হলে আমার ভিডিওটি দেখতে পারেন ।
ভিডিওটি দেখার জন্য এখানে ক্লিক করুন
আমি আমার চ্যানেলে বিভিন্ন প্রকার টেক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি । এবং মোবাইল রিলেটেড বিভিন্ন প্রকার টিপস এন্ড ট্রিকস দিয়ে থাকে তো আপনি চাইলে আমার চ্যানেল ঘুরে আসতে পারেন । আমার চ্যানেল ভিজিট করতে এখানে ক্লিক করুন
13 thoughts on "ফেসবুক মেসেঞ্জার চলবে সাথে চলবে ইউটিউব এর ভিডিও । 2021"