Site icon Trickbd.com

ফোনের System Apps/Bloatware Uninstall করুন কোন প্রকার PC অথবা Root ছাড়াই।[Chinese Rom User Must see]

∆ ফোন কোম্পানি গুলো অযথাই অনেক System Apps Install করে রাখে, যেগুলোর বেশিরভাগই আমাদের প্রয়োজন হয় না।
তাছারা যারা Chinese ফোন কিনেছে,
তাদের Chinese Apps গুলো কোন কাজেই আসে না।
আর Chinese apps গুলো চরম বিরক্তিকর একটা ব্যাপার।
তো এখন আপনি চাইলেই খুব সহজে আপনার
ফোনের System apps গুলো Uninstall করতে পারবেন,
একদম Safe Way তে।
কোন PC অথবা ফোন Root ছাড়াই।

➤ Requirements / যা যা প্রয়োজন
1• Android 11
2• LADB App
3• Wi-Fi Connection
Download App

⚠️ Cation/সতর্কতা
System apps আনইন্সটল করার সময়,
অবশ্যই সতর্ক থাকতে হবে।
ভুল করেও এমন কোন Apps Uninstall করা যাবে না,
যেগুলো System অথবা System UI রান করে।
যেমনঃ Phone dialer ,Message apps ,Settings ,System launcher ,Phone security etc.

➤ কার্যপদ্ধতি Step By Step
প্রথমেই যেকোন Wi-Fi এর আন্ডারে Connect হতে হবে
তারপর Phone এর Settings এ গিয়ে Developer Option এ যেতে হবে।
বিভিন্ন ফোনে Developer option টি আলাদা যায়গায় থাকতে পারে।
আমি Xiaomi ফোন এ দেখাচ্ছি,
Settings>Additional settings>Developer Options.
*Developer Options Enable না থাকলে ফোনের About এ
গিয়ে MIUI version এ ৭ বার Click করলেই enable হবে।
*বিভিন্ন ফোনে বিভিন্ন রকম হতে পারে Google করে নিবেন।
Developer Options এ যাওয়ার পর,
(Wireless Debugging) option টি On করে ভেতরে প্রবেশ করুন

☞নিছে Screenshot follow করুন।

এরপর এরকম একটি পেজ আসবে, তারপর পেজ টি Recent এ রেখে বের হয়ে যান, মানে Home এ চলে যান।

এখন LADB Apps টি Open করুন।(যেটা Download করেছেন)
Apps Open হলে কোথাও Click করবেন না,
এখন LADB apps এবং Recent এ যে Page টি রেখেছেন (Wireless debugging) এর এই ২ টা apps একই Display তে রাখতে হবে।
এই কাজ টি Split Screen অথবা pop-up window ব্যবহার করে করা যায়। আর এইটা সকল Android 11 তেই আছে
Splite Screen করার জন্য LADB Apps টি Recent থেকে hold করলেই আসবে।
☞ Follow Screenshot

তারপর দেখেন ২ টা Apps ঠিক এইভাবে রাখবেন।
এখই Display তে।
অন্যথায় কাজ করবে না।
☞ Follow Screenshot

তারপর (pair device with pairing code) এ click করুন,
উপরের Screenshot এর মতো।
এখন বেস কয়েকটা Code দেখতে পাবেন।
• Wi-fi pairing code
• Ip address & port
এখানে যে Code গুলো আছে Port এর যায়গায় Port, wi-fi pairing code এর যায়গায় pairing code সঠিক ভাবে LADB Apps এ বসিয়ে দিন। তারপর OKAY দিন।
☞Screenshot Follow করুন

সব ঠিকঠাক থাকলে এরকম আসবে Hello world!
তারপর LADB Apps টি Full Screen করুন।
এবং Recent থেকে অন্যান্য সব কিছু Clear করে দিন LADB বাদে।

এখন LADB Apps টই Recent রেখে দিন।
তারপর আপনি যে Apps টি Uninstall করতে চাচ্ছেন,
সে Apps টির App Info তে যান।
*আমি Google Maps টি Uninstall করে দেখাচ্ছি।
কারন এইটা আমার System Apps.
App Info তে যাওয়ার পর নিছের Screenshot এ দেখানো যায়গায় Click করুন।

দেখুন এখানে Apk Name লেখা আছে।
এইটা Copy করুন। Apk name এর উপর Click করলেই Copy হয়ে যাবে।
অথবা অন্য কোথায় লেখে নিন।

এখন LADB Apps এ ফিরে আসুন, এবং খালি ঘরে একটি Command টাইপ করুন ঠিক এইভাবে;
pm(space)uninstall(space)- -user(space)0(space)”apk name”
*Apk name এর যায়গায় আপনি যে Apps এর Apk name টি Copy করলেন ঐটা হবে, এইভাবে;
pm uninstall – -user 0 com.google.android.apps.maps
*command লেখার সময় সতর্ক থাকুন কোথাও যাতে অতিরিক্ত স্পেস না পড়ে।
☞নিছের Screenshot Follow করুন


Command লেখার পর Keyboard এ Enter⇨ বাটন Click করুন।
এখন দেখুন এখানে Success লেখা আসছে।
তারমানে Apps টি Uninstall হয়েছে।

আমি Xiaomi Redmi K20 Pro & Redmi Note 8(chinese) ফোনগুলোতে সফলভাবে করতে পেরেছি।
আপনারা অন্যান্য ফোনেও Try করবেন আশা করি কাজ হবে।

দেখুন google maps এপ্স টি Play Store এ Install এর option দেখাচ্ছে। তারমানে Apps টি আমার ফোন এ Install নেই

বুজতে অসুবিধা হলে নিছে Video tutorial আছে

Exit mobile version