Site icon Trickbd.com

আপনার ইন্টারনেট স্পিড কত ? সহজেই চেক করুন 3g বা 4g ইন্টারনেট স্পিড মোবাইল অথবা পিসিতে ।

আসসালামু আলাইকুম,

কেমন আছেন জিজ্ঞাসা করলাম না কারণ ট্রিকবিডির সাথে থাকলেই তো ভালো থাকবেন তো এখন কাজের কথায় আসা যাক ।

এই পোস্টে আমি দেখাবো যে কিভাবে আপনি আপনার 3g বা 4g এর ইন্টারনেট স্পিড চেক করবেন সহজে । তো পোস্টটি শুরু করা যাক । এটি আপনি অ্যান্ড্রয়েড আইফোন অথবা পিসিতে করতে পারেন আমি সবগুলোই ধাপে ধাপে দেখিয়ে দেব । এখানে আরেকটা বিষয় বলে রাখি যে আপনি যদি এভারেজে আপনার ইন্টারনেট স্পিড জানতে চান তাহলে আপনাকে ঘনঘন কয়েকবার চেক করে ইন্টারনেট স্পিড দেখতে হবে তো এখন পোস্টে যাওয়া যাক ।

আপনার ফোনটি অ্যান্ড্রয়েড হলে প্লে স্টোরে যাবেন আর যদি আইফোন হয় তাহলে অ্যাপেল অ্যাপ স্টোরে যাবেন ।

সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন fast speed test. 

সার্চ করলে এই রেজাল্ট  আসবে অ্যাপটি ইন্সটল করে নিবেন ।

এরপর ওপেন হলে এরকম কাউন্ট হওয়া শুরু করবে ।

এখানে আমার ইন্টারনেট স্পিড দেখতে পাচ্ছেন । আমার এখানে ইন্টারনেট স্পিড কিন্তু খুবই কম । আপনার যদি এখানে 8 mbps এর উপরে থাকে তাহলে ধরা যায় যে আপনার ইন্টারনেট স্পিড অনেক ভালো আছে । এখানে আপনি নিচেই পাবেন show more info সেখানে ক্লিক করবেন 

ক্লিক করলেই আরো অনেক ইনফো দেখতে পাবেন । এখানে আপনি আপলোড স্পিড দেখতে পাচ্ছেন । এবার যাওয়া যাক পিসি বা আপনি যদি অ্যাপ ছাড়া দেখতে চান তাহলে কিভাবে দেখবেন । আমি চলে গেলাম গুগল ক্রোমে আপনি আপনার ব্রাউজারে চলে যাবেন ।

সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন fast.com

লিখলে অ্যাপের মতোই কাজ করবে আবার বলে রাখি আপনাকে এখানে ঘনঘন আপনার ইন্টারনেট স্পিড চেক করতে হবে তাহলেই আপনি আপনার এভারেজ স্পিড পেয়ে যাবেন ।

পোস্টটি বুঝতে কোন প্রকার অসুবিধে হলে আমার ভিডিওটি দেখতে পারেন দেখার জন্য ক্লিক করুন এখানে

আপনি আমার চ্যানেলে পাবেন এরকম অনেক টিউটোরিয়াল এবং মোবাইলের রিলেটেড বিভিন্ন প্রকার টিপস-এন্ড-ট্রিকস তো আপনি চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেল ভিজিট করার জন্য ক্লিক করুন এখানে

আপনি চাইলে আমার  আরো পোস্ট দেখতে পারেন দেখার জন্য ক্লিক করুন  এখানে