আসসালামু আলাইকুম,
কেমন আছেন জিজ্ঞাসা করলাম না কারণ ট্রিকবিডির সাথে থাকলেই তো ভালো থাকবেন তো এখন কাজের কথায় আসা যাক ।
এই পোস্টে আমি দেখাবো যে কিভাবে আপনি আপনার 3g বা 4g এর ইন্টারনেট স্পিড চেক করবেন সহজে । তো পোস্টটি শুরু করা যাক । এটি আপনি অ্যান্ড্রয়েড আইফোন অথবা পিসিতে করতে পারেন আমি সবগুলোই ধাপে ধাপে দেখিয়ে দেব । এখানে আরেকটা বিষয় বলে রাখি যে আপনি যদি এভারেজে আপনার ইন্টারনেট স্পিড জানতে চান তাহলে আপনাকে ঘনঘন কয়েকবার চেক করে ইন্টারনেট স্পিড দেখতে হবে তো এখন পোস্টে যাওয়া যাক ।
আপনার ফোনটি অ্যান্ড্রয়েড হলে প্লে স্টোরে যাবেন আর যদি আইফোন হয় তাহলে অ্যাপেল অ্যাপ স্টোরে যাবেন ।
সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন fast speed test.
সার্চ করলে এই রেজাল্ট আসবে অ্যাপটি ইন্সটল করে নিবেন ।
এরপর ওপেন হলে এরকম কাউন্ট হওয়া শুরু করবে ।
এখানে আমার ইন্টারনেট স্পিড দেখতে পাচ্ছেন । আমার এখানে ইন্টারনেট স্পিড কিন্তু খুবই কম । আপনার যদি এখানে 8 mbps এর উপরে থাকে তাহলে ধরা যায় যে আপনার ইন্টারনেট স্পিড অনেক ভালো আছে । এখানে আপনি নিচেই পাবেন show more info সেখানে ক্লিক করবেন ।
ক্লিক করলেই আরো অনেক ইনফো দেখতে পাবেন । এখানে আপনি আপলোড স্পিড দেখতে পাচ্ছেন । এবার যাওয়া যাক পিসি বা আপনি যদি অ্যাপ ছাড়া দেখতে চান তাহলে কিভাবে দেখবেন । আমি চলে গেলাম গুগল ক্রোমে আপনি আপনার ব্রাউজারে চলে যাবেন ।
সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন fast.com
পোস্টটি বুঝতে কোন প্রকার অসুবিধে হলে আমার ভিডিওটি দেখতে পারেন দেখার জন্য ক্লিক করুন এখানে
আপনি আমার চ্যানেলে পাবেন এরকম অনেক টিউটোরিয়াল এবং মোবাইলের রিলেটেড বিভিন্ন প্রকার টিপস-এন্ড-ট্রিকস তো আপনি চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেল ভিজিট করার জন্য ক্লিক করুন এখানে
আপনি চাইলে আমার আরো পোস্ট দেখতে পারেন দেখার জন্য ক্লিক করুন এখানে