আসসালামু আলাইকুম
আপনাকে আমার পোষ্টে স্বাগতম । আমি এই পোস্টে দেখাবো যে কিভাবে আপনি ফোনের বিরক্তিকর এড বন্ধ করতে পারবেন পোস্টটি একটু বড় হতে পারে তাই সম্পুর্ন পোস্টটি ধৈর্য সহকারে পড়ার অনুরোধ রইল । এটা আমি দেখবো দুইটি মাধ্যমে প্রথম অ্যাপ ছাড়া এবং পরেরটি অ্যাপ দিয়ে তোর পোস্টটি শুরু করা যাক ।
এর জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংস অপশনে ।
এখানে সার্চ করবেন বা খুঁজে বের করবেন google । ইন্টারনেট কানেকশন অন রাখবেন ।
এখানে তারপর ads এ যাবেন ।
এখানে একটা অপশন opt out of Ads personalization পাবেন এটা অন করে দেবেন ।
এখানে কনফার্মেশন এর জন্য ok তে ক্লিক করবেন ।
Reset advertising ID তে ক্লিক করুন ।
এখানে ok তে ক্লিক করবেন ।
ID টা রিসেট হয়ে গেছে । এরপর যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজারে অবশ্যই সাইন করবেন যদি না করে থাকে ।
এখানে সার্চ বক্সে লিখবেন my activity সার্চ করবেন ।
এখানে মাই অ্যাক্টিভিটি তে চলে যাবেন ।
এখানে যদি বাম দিকে দেখেন তাহলে তিনটা লাইন দেখতে পারবেন সেখানে ক্লিক করবেন ।
ক্লিক করলেই এখানে একটি অপশন পাবেন activity controls সেটাতে ক্লিক করবেন ।
এখানে ক্লিক করলে একটি অপশন পাবেন go to ads settings সেটাতে ক্লিক করবেন ।
এখানে আপনি দেখতে পারবেন যে আপনার মোবাইলে কিরকম বা কি ধরনের এড দেখায় ।
এখানে যে আপনি দেখতে পাচ্ছেন সেটা অফ করে দিন ।
Stop এ ক্লিক করুন
এখানে থ্রি ডট মেনু পাবেন সেখানে ক্লিক করবেন ।
তারপর এখানে সেটিংস এ ক্লিক করুন ।
এখানে site settings নামে একটি অপশন পাবেন সেটিতে ক্লিক করুন ।
Cookies এ ক্লিক করুন ।
এখানে তিন নম্বর অপশনটা সিলেক্ট করুন ।
প্রথম অপশনটি শেষ এখন আমি দেখাবো কিভাবে আপনি অ্যাপ দিয়ে সহজেই এড বন্ধ করতে পারবেন । এর জন্য আপনার ব্রাউজারে blockada লিখে সার্চ করবেন ।
এখানে যে ওয়েবসাইটটি আসবে সেটাতে ক্লিক করবেন ।
এরপর এখানে ডাউনলোডে ক্লিক করবেন ।
এখানে ডাউনলোড করে নিবেন ।
ইন্সটল হয়ে গেলে তিন নম্বর অপশনটিতে ক্লিক করবেন ।
এরপর এখানে blocklists নামে একটি অপশন কবে সেটা থাকলে করবেন ।
এখানে goodbye ads অপশনটি অন করে দেবেন ।
এভাবে খুব সহজেই আপনি বিরক্তিকর এড ব্লক করতে পারেন সম্পূর্ণ পোস্টটি ধৈর্য্য সহকারে পড়ার জন্য ধন্যবাদ পোস্টটি বুঝতে কোন প্রকার অসুবিধা হলে আমার ভিডিওটি দেখতে পারেন ভিডিওটি দেখার জন্য ক্লিক করুন এখানে
আমার চ্যানেলে পাবেন এই টিউটোরিয়ালের মতো আরো অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন প্রকার টিপস-এন্ড-ট্রিকস তো আপনি চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন । আমার চ্যানেল ঘুরে আসতে ক্লিক করুন এখানে
আমার আরো পোস্ট দেখতে পারেন । দেখতে
You must be logged in to post a comment.
Old…
ভালো
Old but Tnx For Sharing
valo post
Helpful Post
Thank you
যদি কাজ করে তাহলে ?
Settings er ta kaj kore na. Blokada app a kaj hoy !
Ok