আসসালামু আলাইকুম, কেমন আছেন ? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের “Mx Player এর অতিরিক্ত ফোল্ডার ডিলেট হছে না” এই সমস্যার সমাধান দিবো ।
⊗তো আগে জেনে নি যে Mx player এ কেমন সমস্যা হচ্ছে,
নিচের স্কিনশট এ দেখতে পারছেন যে অনেক গুলো ফোল্ডার অটোমেটিকেলি ক্রিয়েত হয়ছে , কিন্তু ফোল্ডার গুলো ডিলেট করে Mx player রি-ওপেন করলে আবারও ফোল্ডার গুলো চলে আসছে
〉 এবার চলুন সমাধান পর্ব শুরু করি:
⇒প্রথমে আপনার মোবাইল থেকে Mx Player অ্যাপ টি ওপেন করুন
⇒এরপর বাম পাশের কোনাই থাকা থ্রী লাইন মেনুতে ক্লিক দিবেন
⇒Local Player Settings এ ক্লিক দিবেন
⇒এরপর উপরে থাকা List এ ক্লিক দিবেন
⇒তারপর নিচে স্ক্রল করে File Extensions এ ক্লিক দিবেন
⇒এখানে অনেক গুলো এক্সটেনশন দেখতে পারবেন , একটু নিচে স্ক্রলিং করলেই OGG এক্সটেনশন পাবেন, এরপর এটাই ক্লিক দিবেন
⇒এরপর নিচে থাকা Remove এ ক্লিক করলেই এক্সটেনশন টি ডিলেট হয়ে যাবে
⇒এবার Mx Player অ্যাপ টি রিসেন্ট অ্যাপ থেকে কেটে আবার ওপেন করুন,
এখন আপনি আর কোনো অতিরিক্ত ফোল্ডার দেখতে পারবেন না
আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে গেছে ,
আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন ।
ট্রিকবিডিতে এটি আমার ২য় পোস্ট।ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো। –Md Ibrahim Hossain
আমার ওয়েবসাইট টেক শিখি.কম
↑(আমাকে ফেসবুকে পেতে উপরের নামে ক্লিক করুন)