Site icon Trickbd.com

যতক্ষণ আপনি আপনার ফোনের মেসেজ চেক না করবেন ততক্ষণ রিংটোন বাজতে থাকবে | Fiver Upwork Freelancer মার্কেটপ্লেসে যারা কাজ করেন | Bos/Gf তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি অ্যাপস

আসসালামুআলাইকুম বন্ধুরা আশা করি প্রত্যেকে অনেক অনেক ভাল আছেন আজকে আমি আপনাদের মাঝে খুবই একটা সুন্দর অ্যাপ্লিকেশন শেয়ার করব সেটার নাম হচ্ছে মেসেজ এলার্ম 

বন্ধুরা এটির কাজ কি যারা মূলত অনলাইনে মার্কেটপ্লেসে কাজ করেন ফ্রিল্যান্সিং করেন  তারা ফাইবার এবং ফ্রিল্যান্সিং  মার্কেটপ্লেসে কাজ করে থাকেন তাদের অনেক সময় মেসেজ চলে আসে বায়ারের কাছ থেকে তারা কিন্তু সঠিক ভাবে রিপ্লাই না করলে তাদের কিন্তু অনেক ক্ষতি হয় মানে বায়ারের কাছ থেকে কাজ না পাওয়ার চান্স থাকে সেই অ্যাপ্লিকেশন আপনাকে কিভাবে সাহায্য করবে?

অ্যাপ্লিকেশন টা  আপনার ফাইবার এবং ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে রয়েছে সেটা যে কোন বায়ার মেসেজ করলে যেভাবে ফোনে কল আসলে আপনার ফোনে এলাম ভাসতে থাকে ঠিক সেইভাবে আপনার মেসেজ যতক্ষণ আপনি না দেখবেন ততক্ষণ পর্যন্ত মোবাইল ফোনে রিংটোন ব্যস্তই থাকবে এতে সুবিধা হবে আপনার কোন একবারের মেসেজ মিস হবেনা আপনি তখনই তার রিপ্লাই দিতে পারবেন|

এছাড়া যাদের বস রয়েছে গুরুত্বপূর্ণ মেসেজ করবে গুরুত্বপূর্ণ মেসেজ মিস করতে চান না অথবা গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড এর মেসেজ তাড়াতাড়ি রিপ্লাই দিতে চান কোন কারনে এই কাজগুলো করলে অবশ্যই আপনাকে তো উপকার হবে আশা করি সবাই পোস্টটি মনোযোগ দিয়ে পড়বেন এবং অ্যাপটি ব্যবহার করবেন যদি মন চায় আপনার উপকার হবে তরুন বন্ধুরা বেশি কথা না বলে নিচে আপনাদের তথ্য দেয়া হলো কীভাবে অ্যাপটি ডাউনলোড করবেন এবং একটি সেটিং করে ব্যবহার করবে

 1. প্রথমে যেটা করতে হবে আপনাদের নিচে দেওয়া লিঙ্ক থাকবে আপনার যে কোন একটা লিঙ্ক থেকে ডাউনলোড করে নিবেন তারপর অ্যাপটি ওপেন করবেন

Message Alarm official: Click Here

Message Alarm unofficial: Click Here

 

2.বন্ধুরা অ্যাপটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটা এভাবে চলে আসবে তারপর পরবর্তীতে চলে যাবেন
3.এখন যেটা করবে সেটা হলো এখানে সেটিং থেকে অবশ্যই আপনার মেসেজ এলাম একটি পারমিশন দিয়ে দিবেন

4.এখানে প্লাস অপশন থেকে ক্লিক করুন তারপর আপনি আপনার অ্যাপসগুলো দেখতে পারবেন আপনি যে একটা এলার্ম হিসেবে সেট করতে চান সে একটা বেছে নিন

 

 

5.বন্ধুরা এখান থেকে আমি আমার আপার একটি বেছে নিলাম আপনি আপনার পছন্দের একটি বেছে নিবেন

6.এখন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি আপনার  যাবতীয় রিংটোন সেটিং কন্ট্রোল করতে পারবেন আপনি আপনার ইচ্ছামত রিংটোন সেট করতে পারবেন

এখন আপনাদের কাজ শেষ এখন কথা হল আপনি এখানে ফ্রী একাউন্ট হয় সেখানে মাত্র তিনটা অ্যাপ ব্যবহার করতে পারবেন আপনার আরো বেশী অ্যাপ ব্যবহার করতে চান তাহলে তাদের paid টা কিনতে হবে তবে আমি আপনাদের paid কিনারে সাজেস্ট করবো না অবশ্যই ফ্রি ব্যবহার করবেন

 

পোস্টটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত দিবেন আর আপনার উপকার হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবে যদি আপনি অনলাইন থেকে কিছু পরিমাণ টাকা

?বন্ধুরা যারা Online থেকে ফ্রি তে ঘরে বসে Android ফোন দিয়ে কোনো প্রকার রেফার ছাড়া Cryptocurrency Airdrop কাজ করে ইনকম করতে চান? এবং আপনি যদি মনে করে  Android ফোন দিয়ে মাসে ৫০$/১০০$ ইনাকম করা সম্ভব না তবে আপনার কাছে অনুরোধ নিচে আমার Channels Video টা দেখতে পারে আমি ১০০% গ্যারান্টি সহকারে বলতে পারি আপনার ধরনা পাল্টে যাবে এবং আপনিও বাকি সবার মতো ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ ?

✅Telegram Channel: Click Here

Video টা দেখতে পারেন