Site icon Trickbd.com

SHAREit এর বিকল্প,এখন ফাইল শেয়ার করুন কোনো এপ ইন্সটল ছাড়াই

আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন।আজ আপনাদের জন্য নিয়ে এলাম খুবই গুরুত্বপূর্ণ একটি ফাইল শেয়ারিং ফিচার?

ফাইল শেয়ারের প্রয়োজনে আমরা সকলেই শেয়ারিটের সঙ্গে পরিচিত।অনেক আগে থেকেই শেয়ারিট এন্ড্রয়েড ইউজারদের ফাইল শেয়ারিং সার্ভিস দিয়ে আসছে।কিন্তু বর্তমানে এদের কিছু নিম্ন মানের এডস এবং এডাল্ট নিউজের জন্য অনেকেই শেয়ারিট ব্যাবহারে স্বাচ্ছন্দবোধ করেন না।আমি নিজেও ১বছর আগেই শেয়ারিট ব্যাবহার ছেড়ে দিয়েছি।

আমরা অনেকেই জানি না আমাদের ফোনেই লুকিয়ে আছে একটি অসাধারন ফাইল শেয়ারিংয়ের অপশন।কোনো ঝামেলা বিহীন, খুবই সাধারণ ফাইল শেয়ারিং সিস্টেম Nearby Share.এটি ব্যাবহার করে আপনি আপনার ফাইল ম্যানেজার এবং গ্যালারি থেকে সব ধরনের ফাইল শেয়ার করতে পারবেন??

এন্ড্রয়েডের এই ফিচারটি আছে সব এন্ড্রয়েডের নোটিফিকেশন প্যানেলে।যারা নোটিফিকেশন প্যানেলে এই অপশনটি দেখতে পান না তারা প্যানেলের এডিট অপশনে গেলেই এই অপশনটি দেখতে পাবেন??

Nearby Share ব্যাবহার করে কিভাবে ফাইল শেয়ার করব.?

রিসিভার➤নটিফিকেশন প্যানেল থেকে নেয়ারবাই শেয়ার অন করবেন এবং যে পারমিশনগুলো চায় সেগুলো অন করবেন।??


এই অপশনটি এভরি ওয়ান করে দিবেন।??

সেন্ডার➤ ফাইল সিলেক্ট করে শেয়ার অপশনে ক্লিক করলে নেয়ারবাই শেয়ার এর অপশনটি দেখতে পাবেন??

নেয়ারবাই শেয়ার সিলেক্ট করলে নিচের মতো ইন্টারফেস আসবে,টার্ন অন করে লোকেশন এক্সেস দিলে এটি রিসিবারের প্রোফাইল সার্চ করবে??


প্রোফাইল আসার পর সেটি সিলেক্ট করে দিলে  রিসিভারের ফোনে কনফার্মেশন  মেসেজ যাবে??

কনফার্মেশন মেসেজটি এক্সেপ্ট করে দিলে ফাইল ট্রান্সফার শুরু হয়ে যাবে।

⊕ট্রান্সফার শুরু হয়ে গেলে আপনি অন্য কাজ করতে পারেন,ট্রান্সফারে কোনো প্রবলেম হবে না।এমনকি আপনার ফোন ওয়াই-ফাই কানেক্টেড থাকলে ব্রাউজিংও করতে পারবেন⊕

ধন্যবাদ সবাইকে,ভুল ত্রুটি ক্ষমা নিজ গুণে ক্ষমা করে দিবেন?
কারোর বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবেন?