আমাদের প্রতিনিয়ত অপরিচিত এস্থান এ গিয়ে আমাদের নির্দিষ্ট ও পরিবারে লোকজন এর সাথে দেখা করতে হয় এমন সময় এমন হয় যে, সে স্থানে গিয়েছেন বা যাবে কিন্তু সেই স্থান এর কিছুই চিনেন না বা জানেন না কিন্তু সেখানে গিয়ে আপনার বন্ধ-বন্ধুর বা পরিবারে লোকজনদের সাথে দেখা করতে হবে। এই রকম সমস্যাই পড়লে আপনি আপনার ফোনের Google Maps এর সাহায্যে আপনি যে স্থানে আছে বা যাবেন সে স্থানের লোকেশন শেয়ার করতে পারেন বা আপনার বন্ধ-বন্ধুর বা পরিবারে লোকজন আপনাকে লোকেশন শেয়ার করতে পারে এবং আপনি এই লোকেশন শেয়ার এর মাধ্যমে আপনি আপনার নির্দিষ্ট স্থানে যেতে পারবেন খুব সহজে। (পোস্ট টি শুধুমাত্র নতুনদের জন্য আর যারা জানেন তাদের আর নিচে নামার দরকার নেই ধন্যবাদ)

তো শুরু করা যার কি ভাবে আপনি বা আপনার বন্ধ-বন্ধুর বা পরিবারে লোকজন Google Maps এর সাহায্যে নির্ধারণ করবে।

প্রথমে ফোনে লোকেশন চালু করতে হবে।

তার Map অ্যাপ ঢুকতে হবে।

এখন এখানে ক্লিক করুন।

এখন লোকেশন শেয়ার এ ক্লিক করুন।

তার পর এখানে ক্লিক করুন।

তার পর + – এ ক্লিক করে সময় নির্ধারণ নিন সে আপনি কত ঘন্টা জন্য আপনার লোকেশনটি শেয়ার করছেন এবং যে মাধ্যমে আপনার লোকেশন শেয়ার এর লিংক টি পঠাবেন তা নির্ধারণ করে নিন।

যাকে আপনি আপনার লোকেশন শেয়ার এর লিংক টি পাঠিয়েছেন সে এই রকম একটা লিংক দেখতে পাবে এবং তাকেও তার লোকেশন চালু করতে হবে এবং লিংক এ ক্লিক করতে হবে।

তার পর আপনি কোন স্থানে আছে বা আপনার বন্ধ-বন্ধুর বা পরিবারে লোকজন কোথা আছে সে স্থান দেখা যাবে.!!

এই ভাবে লোকেশন শেয়ার করতে হয়।

 

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

নতুন বিকাশ একাউন্ট খুলে ১০০ টাকা বোনাস নিয়ে নিন

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

টেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হল

ধন্যবাদ

Leave a Reply