হ্যালো ভাইরা আসসালামু-আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন।❣️
আচ্ছা আপনার ঘড়িতে কি এখন ১২টা বাজে?
যদি বেজে থাকে তাহলে আপনি লাকি।☺️
যাই হোক আপনার ঘড়িতে ১২টা বাজুক বা না বাঝুক আজকে কিন্তু আমরা এন্ড্রয়েড ১২ নিয়ে গভেষণা করবো।চলুন শুরু করি।?
এন্ড্রয়েড ১২ অন্যান্য সব এন্ড্রয়েড ভারশন থেকে পুরো ভিন্ন এর চলাফেরার স্টাইল লুক সব কিছু মানে পারপফরমেন্স।
তবে গেমিং পাগলদের জন্য একটা সুখবর দিচ্ছি এন্ড্রয়েড ১২ একটি গেমিং রম।?
এবার জানা যাক কি কি হাড্ডিগুড্ডি যুক্ত হয়েছে এন্ড্রয়েড ১২ এর সাথে।ইয়ে মানে কি কি ফিচারস যুক্ত হলো।?
ফিচারস সমূহ:
১:- চেঞ্জ লক এন্ড টাইম এনিমেশন।
আগের যত লক স্ক্রিন এর টাইম দেখাতো সব গুলোতে ছোট আকারে বা এক কর্ণারে থাকতো কিন্তু এন্ড্রয়েড ১২ এটি সবসময় বড় আকারে আর মাঝখানে থাকবে আপনি যদি Alway On Screen ব্যবহার করেন তাও থাকবে।
২:- কুইক টাইলস/টোগল।
আমার সবথেকে পছন্দের একটা জিনিস।
আগের মতো আর গোল বা ছোট আকারে থাকবে না।মানে পুরোই কুল আর ফ্রেশ একটা লুক দেয়।
৩:- এক্সট্রা ডিম মোড।
এই ফিচারটি তাদের জন্য যারা রাত জাগে। আপনার মোবাইলের ব্রাইটনেস যদি একবারে কমিয়ে ফেলেন তারপরেও মনে হচ্ছে যে,যদি আরেকটু কমানো যেত তাহলে ভালো হত।এক্সট্রা ডিম মোড এই কাজে আপনাকে সহায়তা করবে এটি অন করে আপনি আপনার মোবাইলের আলো পুরো অন্ধকার করে ফেলতে পারবেন।যা আপনার চোখের জন্যও অনেক উপকারী।
৪:- মেটেরিয়েল ইউ।
এটিও খুব অসাধারণ একটি ফিচারস এর নাম আর কাজ দুটোই সেরা।
আপনি যে ওয়ালপেপার ব্যবহার করেন না কেনো এটি সে অনুযায়ী আপনার মোবাইল এর কালার সেট করে দিবে। ধরুন আপনি মহাকাশ এর কোনো একটা ওয়লপেপার ব্যবহার করছেন এখন মহাকাশ এর কালার কি? অবশ্য কালো! এখন আপনার এন্ড্রয়েড ১২ এ সব কালার বা থিম ডার্কে কালার এ চলে যাবে।
৫:- প্রাইভেসি ড্যাসবোর্ড।
যেহেতু এটি এন্ড্রয়েড ১২ এর প্রাইভেসি তাহলে এটি সবার ১২টা বাজাবে।এই প্রাইভেসি ড্যাসবোর্ড এর সাহায্য আপনি আপনার সব ইতিহাস দেখতে পারবেন।আপনার মোবাইল এর ক্যামের, লোকেশন কোন App বেশি ব্যবহার করছে সেটিও জানতে পারবেন।কোন App এ বেশি সময় দিচ্ছেন মানে যত প্রকার ডাটা আছে সব একটা সেটিংস এর মাধ্যমেই পেয়ে যাবেন।
৬:- গেমিং মোড।
লাইব স্ট্রিমিং এর জন্য থার্ড পার্টি কোনো App ব্যবহার করতে হবে না আর এফপিএস বাড়াতে কিংবা কমাতে পারবেন গেম খেলা অবস্থায়।কোনো কল বা মেসেজ নোটিফিকেশন বিরক্ত করবে না আপনার গেম খেলার সময়।
আরও অনেক নতুন ফিচার যুক্ত আছে এন্ড্রয়েড ১২ এর সাথে।
৭:- এপ শর্টকাট মেনু।
৮:-নেরবাই শেয়ার ফর ওয়াইফাই পাসওয়ার্ড।
৯:- ইনহাঞ্চেড স্ক্রিনশট।
১০:-পিন কোড কি।
11:- মিডিয়া প্লেয়ার ইন্টারফেস।
১২:- কুইক ট্যাপ।
বুঝাতে কোনো সমস্যা হলে অথবা না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করবেন।
আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ।
ইমেইল:- [email protected]
ফেসবুক:- Mohammed Rakib
হোয়াটসঅ্যাপ:- 01821329737
However social media site ta sobai use korle valoi hoy. Bangali ra ontoto like, comment, share kinte taka khoroch korbe na.? Bar bar incognito tab e giei kora jabe. Heeee!!!
jodi apnar mobile ip address change na hoy