আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। কারণ ট্রিকবিডির সাথে থাকলে সকলে ভালোই থাকে। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকের বিষয় :

আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফোনের ভিডিও গানকে আপনার ফোনের রিংটোন হিসেবে সেট করবেন। এটা হয়তো অনেকে যানে, তাই এটা শুধু নতুনদের জন্য।

App সম্পর্কিত কিছু তথ্য:-

App Details :-

 

DOWNLOAD

 

এবার অ্যাপটি ডাউনলোড করে নিচের মতো ওপেন করবেন।

 

এরপর আবার নিচের ২ টা অপশন অন করে Get Started এ ক্লিক করুন।

এরপর আপনার ফোন নাম্বার দিবেন এবং ঐ নাম্বারে একটি কোড যাবে। ওটা দিয়ে Continue এ ক্লিক করবেন।

এরপর আপনি যদি আপনার ফোনের গ্যালারি থেকে কোনো গান রিংটোন হিসেবে দিতে চান। তাহলে Gallery লেখায় ক্লিক করে, সেটা Select করুন।

এরপর গানটি Select করে Set এ ক্লিক করুন।

তো আজ এ প্রর্যোন্তই। আশা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে।

 

JOIN HERE FOR MORE PAID APPS & Netflix

Leave a Reply