কিছুদিন আগে আমি ২০০+ লাইভ টিভি এর একটি প্লেয়ার নিয়ে পোস্ট করি।
আজ ৭ তারিখ মানে ৪/৫ দিনে প্রায় ১০০০০+ ভিউ হয়েছে। যার কারনে আমার হোস্টিং এর ব্যান্ডওইথ শেষ হয়ে যায় এবং হোস্টিং সাস্পেন্ড হয়ে যায়।
তাই আর উপায় না দেখে আমি একটি অ্যাপ এর মধ্যে টিভি চ্যানেল গুলো ইম্পলিমেন্ট করে দিই। এতে করে আমার ব্যক্তিগত ব্যান্ডওইথ ও খরচ হবে না এবং আপনারা বিরতিহীন ভাবে মোবাইলে BDIX স্পিডে লাইভ টিভি দেখতে পারবেন। এবং অ্যাপ এ যথারীতি চ্যানেল আপডেট হবে। তাই আশা করি চ্যানেল ড্যাড হবার সম্ভাবনা কম থাকবে।
BDIX TV 24 App Drive Linkঅ্যাপ এখান থেকে ডাউনলোড করে নিন।
এবার নিচের স্ক্রিনশট দিয়ে সব প্রসেস বুঝিয়ে দিচ্ছি।
প্রথমে আপনি যেকোনো রেন্ডম নাম দিয়ে একটা একাউন্ট করে নিবেন। এখানে কোনো আসল নাম বা তথ্য দেবার দরকার নাই। ইচ্ছা মত দিবেন আরকি।
আন্দাজে একাউন্ট করার পর দেখবেন আপনার তথ্য সেইভ হয়ে যাবে এবং এখন ৫ টি ভাগে ১০০+ টিভি চ্যানেল রাখা হয়েছে।

বাংলাদেশি চ্যানেলের একাংশ

চ্যানেলের স্ক্রিনশট


হিন্দি চ্যানেলের একাংশ


স্পোর্টস, নিউজ, এন্টারটেইনমেন্ট চ্যানেলের কিছু স্ক্রিনশট এ দেখানো হলোঃ




আশা করি সব বুঝতে পেরেছেন। কোথাও কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাতে পারেন।
চাইলে BDIX TV এর টেলিগ্রাম চ্যানেলে জয়েন দিয়ে নিতে পারেন সামনের আপডেট এবং নতুন কোনো চ্যানেল দরকার হলে চ্যানেলে কমেন্ট করলেই হবে। সেই সাথে চ্যানেলে ভিডিও আছে কিভাবে অ্যাপ এ টিভি দেখবেন সব দেখানো আছে।
2din por por app er service off hoye jay, aro hajar prblm to acgei