Site icon Trickbd.com

কিভাবে আঁকাআঁকির মাধ্যমে টাইপ করবেন । নতুন ট্রিক ২০২১

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই ? আমি আল্লাহ রহমতে অনেক ভাল আছি । তো চলে আসলাম আরো একটি নতুন পোস্ট নিয়ে । এই পোস্টটিতে আমি দেখাবো কিভাবে আপনি আঁকা আঁখির মাধ্যমে লিখতে পারেন । অর্থাৎ আপনি আপনার স্ক্রিনে আঁকবেন সেটাই লেখা হয়ে যাবে ।দেরি না করে পোস্টটি শুরু করা যাক ।

কিভাবে করবেন ?

প্রথমে একটি অ্যাপ এর প্রয়োজন হবে । এই অ্যাপটি অনেকজনের অলরেডি ইন্সটল করা আছে আবার অনেক জনের বিলট ইন দেওয়া আছে । তো যাদের নেই তারা ইন্সটল করে নিবেন ।

DOWNLOAD

 

ইন্সটল হয়ে গেলে চলে যাবেন আপনার ফোনের সেটিংস এ এখানে খুঁজে বের করবেন কিবোর্ড আমার এখানে additional settings এ আছে তবে আপনার মোবাইলে অন্যরকম করে থাকতে পারে । এখান থেকে আমি বের করলাম keyboard and input method

এখানে current keyboard নামে একটি অপশন পাবেন সেখানে যান

এখানে Gboard সিলেক্ট করতে হবে ।

এরপর নিচের দিকে পাবেন Gboard সেখানে ক্লিক করুন ।

এখানে Languages নামের অপশনটি সিলেক্ট করুন ।

এখানে add keyboard এ ক্লিক করুন

তারপর এইখানে যেই ভাষাটা লিখতে চান

সেটা সিলেক্ট করে এখানে একটা অপশন পাবেন handwriting নামে সেটা সিলেক্ট করে done এ click করতে হবে ।

এরপর আপনি যেখানে ইচ্ছা লিখতে পারেন ৷ তাও আবার আঁকা আঁকি এর মাধ্যমে ৷ যেমন নিচে দেখুন স্ক্রিন শট ।

পোস্ট বুঝতে অসুবিধা হলে ভিডিও লিংক  অথবা নিচে ভিডিও embed করা আছে সেটা দেখতে পারেন ‌।

এ রকমই টিপস ট্রিকস এবং টিউটোরিয়াল পেতে এখনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন । ফেসবুক পেজটি ফলো করুন

YOUTUBE CHANNEL

FACEBOOK PAGE

আমার আরও পোস্ট দেখতে ক্লিক এখানে