Site icon Trickbd.com

নিয়ে নিন বাংলা+ইংলিশ স্টাইলিশ ফন্ট একসাথে।

Unnamed

আমরা অনেকেই আমাদের ফোনে স্টাইলিশ ফন্ট ইউজ করে থাকি।কিন্তু এক্ষেত্রে একটি সমস্যা থেকেই যায়।সেটি হচ্ছে,আমরা যদি কোনো English Stylish Font ইউজ করি,তবে বাংলা ফন্ট ডিফল্ট ই থেকে যায়।কোনো প্রকার ডিফারেন্স আসে না।আবার যদি শুধু বাংলা ফন্ট ইউজ করি তবে শুধু বাংলা স্টাইলিশ ফন্ট ই ইউজ করতে পারি।ইংলিশ ফন্ট ডিফল্ট থেকে যায়।যায় মানে দারাচ্ছে,আমরা যেকোনো একটি ব্যবহার করতে পারবো।একটি সুবিধা পেতে হলে আরেকটি ছাড় দিতে হবে।

আরও পড়ুন – ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন

কিন্তু আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইংলিশ+বাংলা কম্বিনেড ফন্ট।যেটি ইনস্টল করলে আপনি একই সাথে ইংলিশ এবং বাংলা স্টাইলিশ ফন্ট ইউজ করতে পারবেন।এবং এই ফন্ট টি দেখতেও অনেক সুন্দর।অর্থাৎ ১ টা ফন্ট দিয়েই ২ টি সুবিধা।আলাদা আলাদা ফন্ট ইনস্টল করতে হবে না।

ফন্টটি ডাউনলোড করতে ক্লিক করুন এখানে

সাথে লাগবে Zfont এপসটি।প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন Zfont অ্যাপ টি।তারপর ওপেন করুন Zfont অ্যাপ।

তারপর পারমিশন চাইলে পারমিশন দিয়ে দিন এবং Local এ ক্লিক করুন।

তারপর এখানে ক্লিক করুন।

তারপর যে ফোল্ডার এ ফাইলটি ডাউনলোড করে রেখেছেন,সেখানে যান।তারপর ফাইলটি সিলেক্ট করুন।তারপর Ok তে ক্লিক করুন।


তারপর Done এ ক্লিক করুন।

তারপর যে ফন্টটি এক্সট্র্যাক্ট করলেন সেটি দেখতে পাবেন ।সেটিতে ক্লিক করুন।

তারপর Apply এ ক্লিক করুন।

তারপর change font এ ক্লিক করুন।

তারপর Apply করে দিন।

হয়ে গেলো চেঞ্জ।
নিচে দেখুন আমার ফোনের বর্তমান ফন্ট স্টাইল।বাংলা এবং ইংলিশ ২টা স্টাইলিশ ফন্ট একসাথে।

যেকোনো জায়গায় বাংলা এবং ইংলিশ টাইপ করে দেখুন।একই সাথে বাংলা এবং ইংলিশ স্টাইলিশ ফন্ট হয়ে গেছে।আশা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে।ভুল – ত্রুটি ধরিয়ে দিবেন।আজকের মত আল্লাহ হাফেজ।

আমাদের সঙ্গে যুক্ত থাকতে জয়েন করুন টেলিগ্রাম গ্রুপ এবং নিত্যনতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল।