আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তা’লার মেহেরবানিতে ভালো আছেন।আজকের এই পোস্টে আমরা জানব কিভাবে যেকোন এন্ড্রয়েড এপকে ক্লোনিং করা যায়।তাহলে আজকের এই পোস্টটি শুরু করা যাক….
যেকোন এপকে ক্লোনিং করতে আপনাদের প্রথমে একটি ক্লোনিং মোড এপ ডাউনলোড করতে হবে।আপনারা এখান থেকে ডাউনলোড করুন
ডাউনলোড করা শেষ হলে এপটি ইন্সটল করে নিন।
এপটিতে ডুকলে এরকম আসবে…পরিশেষে Finish এ ক্লিক করুন।
এপটির হোমে ডুকলে এরকম আসবে….আমরা এখান থেকে যে এপ ক্লোন করতে চাই সেটা সিলেক্ট করব।
আমি Anotny tun এপটি সিলেক্ট করলাম। আমি আপনাদের এই এপটি ক্লোন করে দেখাব।
তারপর এরকম আসবে…আমরা এখান থেকে Cloning option এ ক্লিক করব।
তারপর এরকম আসবে।
এখান থেকে আমরা Skip Native Libraries অন করে দেব।
তারপর একে বারে নিচের দিকে যাবেন।
এখান থেকে আমরা Remove App Cloner Beanding অপশনটি আমরা অন করে দেব।
তারপর এখান থেকে আমরা ব্যাকে আসব।
আপনি চাইলে এপটির নাম পরিবর্তন করতে পারেন। তাছড়া এপের আইকন ও অনন্যা সবকিছু পরিবর্তন করতে পারবেন।
ক্লোনিং করার জন্য এপটির ক্লোনিং আইকনে ক্লিক করুন।
তারপর..
Ok তে ক্লিক করুন।
ক্লোনিং হচ্চে..১০০% হওয়ার পর এপটি ইনস্টল করুন।
এপটি ইন্সটল হয়ে গেছে দেখুনঃ
আশাকরি আপনাদের সবাই ভালো লেগেছে আজকের এই পোস্ট। সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।
ডাউনলোড লিংক দ্রুত ঠিক করেন?
শুধু শুধু ৫০ এমবি খরচ করাইলেন মিয়া ?
ঘুরেফিরে একি বালের এপস যদি নামানোর লাগে তাইলে সরাসরি ড্রাইভ,মেগা অথবা অন্য কোন ক্লাউড এ আপলোড দিয়ে তারপরে সেই লিংক এইখানে শেয়ার দিতেন।
এমন ঝামেলা পূর্ণ কাজ কখনোই এর পর থেকে করবেন না ?
এই অ্যাপ দিয়ে ক্লোন করলে কি ঐ একই সমস্যা থাকবে ,না অ্যাপটি কাজ করবে?