Site icon Trickbd.com

প্রফেশনাল ভাবে কার্টুন ভিডিও বানান Plotagon Story মোড দিয়ে।(প্রিমিয়াম রিসোর্সেস)

Unnamed

আসসালামু আলাইকুম।

তো সবাই কেমন আছেন?আশা করি আল্লাহ অনেক ভালো রেখেছেন আপনাদেরকে।আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আজ আপনাদের জন্য নিয়ে আসলাম “Plotagon Story Mod(premium)”। আগের বার শিখিয়েছিলাম কিভাবে কার্টুন ভিডিও বানাবেন।কিন্তু সিন এবং ক্যারেকটার গুলো কিনতে হতো।যায় জন্য দরকার ছিল প্রিমিয়াম রিসোর্স।অর্থাৎ মোড Apk।

তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেই…

প্রথম পার্ট :
কার্টুন ভিডিও বানান অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে।


এখানে অ্যাপটির মোড বলতে অ্যাপটির প্রিমিয়াম সিন এবং ক্যারেকটার এর ফাইল নিয়ে এসেছি।যেগুলো আপনি ডাউনলোড করে .rar ফাইলটি এক্সট্র্যাক্ট করে Android-data-com.plotagon.plotagon-files ফোল্ডারে রাখবেন।

প্রথমেই ডাউনলোড করে নিন প্রিমিয়াম রিসোর্স এর .rar ফাইলটি।

যাদের কাছে Zarchiver অ্যাপটি নেই,তারা ডাউনলোড করে নিন প্লে স্টোর থেকে।তারপর Zarchiver ওপেন করুন।
তারপর ফাইলটিতে ক্লিক করুন।

তারপর এক্সট্র্যাক্ট এ ক্লিক করুন।

কিছুক্ষণ অপেক্ষা করুন।তারপর যে ফাইলটি এক্সট্র্যাক্ট হলো সেটিতে ঢুকুন।

তারপর Content ফাইলটি কপি/কাট করুন।

তারপর সেটি Android–data–com.plotagon.plotagon–files–Bundles ফোল্ডারে পেস্ট করুন।



যদি এরকম কিছু আসে তবে টিকমার্ক দিয়ে Replace এ ক্লিক করুন।

তারপর আবারও যে ফোল্ডারে ফাইলটি এক্সট্র্যাক্ট করেছেন সেখানে আসুন।তারপর Files ফোল্ডারে ঢুকুন।

তারপর items ফোল্ডারটি কপি/কাট করুন।

তারপর সেটি Android–data–com.plotagon.plotagon–files–CharacterCreatorItems ফোল্ডারের ভিতরে পেস্ট করুন।

যদি এরকম কিছু আসে তবে টিকমার্ক দিয়ে Replace এ ক্লিক করুন।

তারপর আবারও যে ফোল্ডারে ফাইলটি এক্সট্র্যাক্ট করেছেন সেখানে আসুন।তারপর Files ফোল্ডারে ঢুকুন।তারপর Plots ফোল্ডারটি কপি/কাট করুন।

তারপর সেটি আবার Android–data–com.plotagon.plotagon–files এ এসে পেস্ট করুন।

হয়ে গেলো।

এখন আপনার ফোনের ডাটা কানেকশন অথবা ওয়াইফাই অফ করুন।তারপর Plotagon Story অ্যাপটি ওপেন করুন।

কিছুক্ষণ লোড নিবে।

তারপর Create Video তে ক্লিক করুন।


তারপর সিন সিলেক্ট করুন।দেখুন সবগুলো সিন আনলক হয়ে গেছে।নোট : আপনি সিন গুলোর প্রিভিউ দেখতে পারবেন না।আপনি ক্লিক করে সিলেক্ট করার পর সেটি দেখতে পারবেন।



তারপর আবার No Actor এ ক্লিক করুন।তারপর দেখুন সব ক্যারেকটার আনলক হয়ে গেছে।নোট : এখানেও একই সমস্যা।প্রিভিউ দেখা যাবে না।ভুলেও ডাটা কানেকশন/ওয়াইফাই অন করবেন না।নাহলে মোড কাজ করবে না।

আমি একটি ক্যারেকটার সিলেক্ট করলাম।দেখুন,কাজ হয়েছে।

যেকোনো সমস্যা হলে কমেন্ট করুন।যথাসাধ্য চেষ্টা করবো সমাধান করে দেয়ার।ফিডব্যাক দিতে ভুলবেন না।ভুল – ত্রুটি হলে জানাবেন।আজকের মত আল্লাহ হাফেজ।

ব্লগিং কি? ব্লগিং করে আয় করার উপায়

লন্ডনের ১ টাকা বাংলাদেশের কত টাকা