নতুনদের জন্য টেলিগ্রামের দরকারি কিছু টিপস
বর্তমান সময়ে টেলিগ্রাম অনেক জনপ্রিয় একটি মেসেজিং সোশ্যাল মিডিয়াতে রূপ নিয়েছে।আমরা অনেকেই টেলিগ্রাম ব্যবহার করি।কিন্তু যারা নতুন তারা অনেকেই টেলিগ্রামের সেটিংস গুলো সমন্ধে তেমন অবগত নয়।হয়তো একটু খুজা খুঁজি করলে বুঝতে পারবে সব কিছু।তাদের জন্যই আজকের এই পোস্ট।আজকের পোস্টে আমি দেখাবো টেলিগ্রামের কিছু দরকারি টিপস এন্ড ট্রিকস।
প্রথম পার্ট :
টেলিগ্রামের দরকারি কিছু ফিচার।
Everyone Adding you on groups??
আপনি টেলিগ্রাম ব্যবহার করে থাকলে দেখবেন যে সচরাচর যাদেরকে আমরা চিনি না,আমাদের কন্টাক্ট লিস্টে নেই,তারা আমাদেরকে অনেক গ্রুপে অ্যাড দেয়।অনেক সময় এটি বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।চাইলেই কিন্তু আমরা এটি বন্ধ করতে পারি।
তার জন্য আমাদেরকে প্রথমে টেলিগ্রামে ঢুকে ৩ ডটে ক্লিক করতে হবে।
তারপর যাবো Settings এ
তারপর Privacy and Security তে যাবো
তারপর Groups এ
তারপর My Contacts এ ক্লিক করবো।
আমরা চাইলে exception অ্যাড করতে পারি।অর্থাৎ যাদেরকে Always Allow লিস্টে অ্যাড করবো তারা আমাদেরকে গ্রুপে অ্যাড দিতে পারবে।আর যাদেরকে Never Allow লিস্টে অ্যাড করবো তারা আমাদেরকে কোনো গ্রুপে অ্যাড দিতে পারবে না।
তারপর ডান দিকে উপরে টিক মার্ক এ ক্লিক করে ওকে করে দিবো।
Stop incoming call from unknown people
আমরা চাইলে অপরিচিতদের কাছে থেকে কল আসা বন্ধ করতে পারি।তার জন্য আবারও Call অপশনে যাবো।
তারপর My Contacts এ ক্লিক করে দিবো।
যদি Nobody করে দেই,তবে কেউ কল দিতে পারবে না।আমরা চাইলে এখানেও Exception লিস্ট বানাতে পারি।
তারপর টিক মার্কে ক্লিক করে ওকে করে দিবো।
See block list or unblock people on Telegram
ব্লক লিস্ট দেখতে অথবা কাউকে আনব্লক করতে Blocked Users এ ক্লিক করবো।
তারপর যদি কাউকে আনব্লক করতে চাই তবে ৩ ডট এ ক্লিক করবো।
তারপর Unblock এ ক্লিক করে আনব্লক করে দিবো।
Only your contacts can see your full profile picture
আমরা যদি চাই যে আমাদের কন্টাক্ট লিস্টের বাইরে কেউ আমাদের ফুল প্রোফাইল ফটো দেখতে পারবে না তবে Profile photos এ যাবো
তারপর My Contacts এ ক্লিক করে ওকে করে দিবো।এখানেও আমরা exception লিস্টে কাউকে অ্যাড করতে পারি।
আরো দেখুন:
কার্টুন ভিডিও বানান অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে।
প্রফেশনাল ভাবে কার্টুন ভিডিও বানান Plotagon Story মোড দিয়ে।(প্রিমিয়াম রিসোর্সেস)
Turn on Two-Step Verification on Telegram
টেলিগ্রামে Two-Step ভেরিফিকেশন অন করতে প্রথমে Two-Step Verification এ ক্লিক করবো
তারপর Set Password
তারপর পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করবেন।
তারপর আবারও আগেরবার দেয়া পাসওয়ার্ডটি দিয়ে কন্টিনিউ করবেন।
পাসওয়ার্ড যেনো ভুলে না যান সেজন্য পাসওয়ার্ডের সংকেত লিখে রাখতে পারেন।এতে করে পাসওয়ার্ড ভুলে গেলে সংকেত দেখে পাসওয়ার্ড মনে করতে পারবেন।তারপর কন্টিনিউ এ ক্লিক করবেন।
তারপর আপনার রিকভারি মেইল অ্যাড করবেন।তারপর কন্টিনিউ এ ক্লিক করবেন।
মেইল থেকে পাওয়া কোডটি ফাঁকা বক্সে বসিয়ে দিলেই আপনার Two-Step Verification অন হয়ে যাবে।
দেখুন আমার Two-Step Verification অন হয়ে গেছে।
Delete your Telegram account if you away for …
তারপর Delete my account এর নিচে If Away for এ ক্লিক করুন।
এখানে আপনি সিলেক্ট করতে পারবেন কত দিন আপনি ইন্যাক্টিভ থাকলে আপনার একাউন্ট ডিলিট হয়ে যাবে।
আজকের মত এত টুকুই।আসসালামু আলাইকুম।ভালো থাকবেন।সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।