Site icon Trickbd.com

Make colorful stylish font | স্টাইলিশ কালারফুল ফন্ট বানিয়ে নিন।

Unnamed

আজকের টিউনটি ফন্টের কালার চেঞ্জ করা নিয়ে|How to make stylish font?How to make colourful stylish font?

গত টিউনে আমরা বাংলা+ইংলিশ স্টাইলিশ ফন্ট বানিয়েছি।আজ দেখব কিভাবে কালারফুল ফন্ট বানাতে পারি। লাঞ্চার এর সেটিংস থেকে তো ফন্টের কালার চেঞ্জ করা যায়।কিন্তু আমরা আজ ফন্টের কালার চেঞ্জ করবো,যেটা যেকোনো জায়গায় কাজ করবে।অর্থাৎ আপনি যতই নোটপ্যাড এ কিছু লিখেন,সেখানেও ফন্টটি কালারফুল দেখতে পারবেন।


আগের পর্ব গুলো :

নিজেই বানিয়ে নিন বাংলা+ইংলিশ(মার্জ) স্টাইলিশ ফন্ট ।


নিয়ে নিন বাংলা+ইংলিশ স্টাইলিশ ফন্ট একসাথে। ।


কালার ফন্ট তৈরি করার জন্য আমাদের দরকার হবে zfont tool অ্যাপটি এবং zfont3 অ্যাপটি।
Zfont tool অ্যাপটি ডাউনলোড করে নিন প্লে স্টোর থেকে

Zfont 3 অ্যাপটি ডাউনলোড করে নিন

প্রথমে Zfont tool অ্যাপটি ওপেন করুন

তারপর Color Changer এ ক্লিক করুন

তারপর যে ফোল্ডারে ফন্টটি আছে,সেখানে গিয়ে ফন্টটি সিলেক্ট করুন,তারপর ok তে ক্লিক করুন

তারপর নিচে Change Color এ ক্লিক করুন

তারপর Yes করে দিন

এখন আপনার পছন্দ মত কালার সিলেক্ট করুন।RGB অথবা Material Palette যেকোনো একটি থেকে কালার চেঞ্জ করুন তারপর Ok তে ক্লিক করুন

দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে।এখন Export এ ক্লিক করুন

এবারে I know তে ক্লিক করুন। নোট : এই ফন্টটি শুধু মাত্র Android 10+ ভার্সনের ফোনে কাজ করবে।

এখন আপনি নিজের ইচ্ছে মতো ফন্ট প্যাকটির ডিটেইলস চেঞ্জ করে তারপর Export এ ক্লিক করুন

দেখুন হয়ে গেছে।আপনি চাইলে ফাঁকা বক্সে টাইপ করে প্রিভিউ দেখতে পারবেন।ফন্টটি এপ্লাই করতে Open In Zfont এ ক্লিক করুন

তারপর এপ্লাই করে দিন



দেখুন আমার ফোনের ফন্ট কালার চেঞ্জ হয়ে গেছে।


আরো দেখুন :
টেলিগ্রামের দরকারি কিছু ফিচার ।

প্রফেশনাল ভাবে কার্টুন ভিডিও বানান Plotagon Story মোড দিয়ে।(প্রিমিয়াম রিসোর্সেস)


আজকের মত এত টুকুই।আগামীতে আরো ভালো টিউন নিয়ে আসার চেষ্টা করবো।ভুল – ত্রুটি ধরিয়ে দিতে ভুলবেন না।আসসালামু আলাইকুম।ভালো থাকবেন।সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।

মালদ্বীপের ১ টাকা বাংলাদেশের কত টাকা

জাপানের ১ টাকা বাংলাদেশের কত টাকা