Site icon Trickbd.com

Copy any text from picture|ছবি থেকে যেকোনো লেখা কপি করুন।

Unnamed

How to copy all text from picture?How to copy text from photos? কিভাবে ছবি থেকে যেকোনো লেখা কপি করবেন?কিভাবে যেকোনো ছবি থেকে বাংলা লেখা কপি করবেন?

অনেক অ্যাপ দিয়ে ছবি থেকে লেখা কপি করা যায়।তবে বাংলা লেখা কপি করা যায় না। আজ আমি দেখাবো কিভাবে ছবি থেকে যেকোনো লেখা কপি করবেন।অনেকেই হয়তো জানেন ট্রিকসটি।যারা জানেন তারা এড়িয়ে যাবেন পোস্টটি।যারা জানেন না তাদের জন্য এই পোস্টটি।

প্রথমে আমাদের দরকার হবে Google Lens অ্যাপটি।ডাউনলোড করে নিন প্লে স্টোর থেকে

অ্যাপটি ওপেন করুন। বিঃদ্রঃ ডাটা কানেকশন অথবা ওয়াইফাই অন থাকা লাগবে।

তারপর Open Photo Gallery তে ক্লিক করুন

তারপর পারমিশন চাইবে,Allow করে দিন

তারপর যে পিকচারটি থেকে লেখা কপি করবেন সেটি সিলেক্ট করুন

তারপর নিচে Text এ ক্লিক করুন


তারপর Select All এ ক্লিক করুন

তারপর Copy Text এ ক্লিক করুন

দেখুন আমার লেখা গুলো ক্লিপবোর্ড এ কপি হয়ে গিয়েছে

নোটপ্যাড এ পেস্ট করলাম,দেখুন..সব লেখা কপি হয়ে গেছে।

আমার আগের পোস্টগুলো :

নিজেই বানিয়ে নিন বাংলা+ইংলিশ(মার্জ) স্টাইলিশ ফন্ট ।


নিয়ে নিন বাংলা+ইংলিশ স্টাইলিশ ফন্ট একসাথে। ।

টেলিগ্রামের দরকারি কিছু ফিচার ।

প্রফেশনাল ভাবে কার্টুন ভিডিও বানান Plotagon Story মোড দিয়ে।(প্রিমিয়াম রিসোর্সেস)


আজকের মত এত টুকুই।আগামীতে আরো ভালো টিউন নিয়ে আসার চেষ্টা করবো।ভুল – ত্রুটি ধরিয়ে দিতে ভুলবেন না।আসসালামু আলাইকুম।ভালো থাকবেন।সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।

পাকিস্তানের টাকার মান কত বাংলাদেশে

দুর্দান্ত সকল এয়ারটেল ইন্টারনেট অফার

Exit mobile version