How to make folder on Telegram?|কিভাবে টেলিগ্রামে ফোল্ডারে বানাবেন?|How to copy a small part of a message?কিভাবে একটি মেসেজের অল্প অংশ কপি করবেন ?|How to make monotype words?|কিভাবে মনোটাইপ লেখা বানাবেন?|How to link url between any words?|কিভাবে যেকোনো শব্দের মাঝে লিংক দিবেন?

টেলিগ্রাম নিয়ে আগেও আমি ২টি পোস্ট করেছি।পোস্ট ২টিতে কিছু সিম্পল ট্রিকস দেখিয়েছিলাম।যেগুলো অনেকেই জানে আবার হয়তো কিছু সংখ্যক মানুষ জানে না।পোস্ট ২টি তাদের জন্যই ছিলো।আজকেও কয়েকটি টপিক শেয়ার করবো টেলিগ্রাম নিয়ে।যেটা হয়তো আপনারা হেডিং দেখে বুঝে গেছেন।

How to make folder on Telegram?|কিভাবে টেলিগ্রামে ফোল্ডারে বানাবেন?

দেখুন,আমার এখানে আলাদা আলাদা করে কিছু ফোল্ডার তৈরি করা আছে।যেখানে আমি আমার ইচ্ছে মত কিছু চ্যাট/গ্রুপ/বট অ্যাড করে রেখেছি।আপনিও চাইলে এরকম বানাতে পারবেন।

তার জন্য প্রথমেই যাবেন ৩ডট এ

তারপর যাবেন Settings এ

তারপর যাবেন Folders এ

তারপর Create New Folder এ ক্লিক করুন

তারপর উপরে দেখুন Folder name নামে একটা ফাঁকা বক্স আছে,সেখানে আপনার ফোল্ডারের নাম দিন।তারপর নিচে Add Chats এ ক্লিক করে আপনার ইচ্ছে মত গ্রুপ/বট/চ্যানেল সিলেক্ট করে নিন।

তারপর উপরে দেখুন save অপশন এসে গেছে।Save এ ক্লিক করে সেভ করে নিন।


তারপর ব্যাক করে এসে দেখুন,আপনার ফোল্ডার তৈরি হয়ে গেছে।

How to copy a small part of a message?কিভাবে একটি মেসেজের অল্প অংশ কপি করবেন ?

প্রথমে যেকোনো মেসেজ লং ক্লিক করে সিলেক্ট করুন

তারপর যেখানে থেকে কপি করতে চান,সেই টেক্সট টি ক্লিক করে ধরুন,তারপর ইচ্ছে মত সিলেক্ট করে নিন।দেখুন কপি অপশন এসে গেছে।এখন কপি করে নিন।

|How to make monotype words?|কিভাবে মনোটাইপ লেখা বানাবেন?

প্রথমে বলি মনো টাইপ ওয়ার্ড কি?আপনি যদি মনো টাইপ ওয়ার্ড টেলিগ্রামে কাউকে মেসেজ হিসেবে সেন্ড করেন,তবে সে যদি সেই মেসেজে ক্লিক করে তবে সাথে সাথে তার ক্লিপবোর্ড এ মেসেজটি কপি হয়ে যাবে।আমি ক্লিক করলেও আপনার ক্লিপবোর্ড এ মেসেজটি কপি হয়ে যাবে।

প্রথমে আপনার ইচ্ছে মত একটি মেসেজ লিখুন।তারপর মেসেজের যতটুকু অংশ চান, ততটুকু সিলেক্ট করুন,এবং ৩ডট অপশনে ক্লিক করুন।

তারপর Mono তে ক্লিক করুন।এবং মেসেজটি সেন্ড করে দিন।আপনি মেসেজটিতে ক্লিক করে দেখুন।কপি হয়ে যাবে।

How to link url between any words?|কিভাবে যেকোনো শব্দের মাঝে লিংক দিবেন?

প্রথমে আপনার ইচ্ছে মত মেসেজ লিখুন,তারপর যে শব্দটির মাঝে লিংক দিতে চান,সেটি সিলেক্ট করুন এবং ৩ডট এ ক্লিক করুন

তারপর একটু স্ক্রল করে নিচের দিকে গেলে দেখতে পারবেন Create Link অপশন আছে।সেটাতে ক্লিক করবেন

তারপর যে লিংকটি দিতে চান সেটি লিখে OK তে ক্লিক করুন

দেখুন আমার এখানে TrickBd লেখাটি অন্য রঙের হয়ে গেছে। মানে Trickbd লেখটির ভিতরে লিংক অ্যাড হয়ে গেছে।

এখন যদি Trickbd লেখাটিতে কেউ ক্লিক করে,তবে তাকে আমার দেয়া লিংক(Trickbd) তে নিয়ে আসবে।


আমার পূর্বের পোস্টগুলো :


নিজেই বানিয়ে নিন বাংলা+ইংলিশ(মার্জ) স্টাইলিশ ফন্ট ।


নিয়ে নিন বাংলা+ইংলিশ স্টাইলিশ ফন্ট একসাথে। ।

টেলিগ্রামের দরকারি কিছু ফিচার ।

প্রফেশনাল ভাবে কার্টুন ভিডিও বানান Plotagon Story মোড দিয়ে।(প্রিমিয়াম রিসোর্সেস)



পোস্টটি হয়তো ছোট হয়েছে।তার জন্য ক্ষমাপ্রার্থী।তবে কেমন হয়েছে জানাবেন।ভুল – ত্রুটি ধরিয়ে দিতে ভুলবেন না।আসসালামু আলাইকুম।ভালো থাকবেন।সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।


আপডেট পেতে চোখ রাখুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

দুর্দান্ত সব বাংলালিংক ইন্টারনেট অফার

আবেদন পত্র লেখার নিয়ম বাংলায়

8 thoughts on "টেলিগ্রাম ফোল্ডার,টেলিগ্রাম টেক্সট লিংক, মনোটাইপ ওয়ার্ড,টেক্সট কপি|Telegram folder, text url,mono word , text copy ,"

  1. Sakibur Rahman Contributor says:
    How to send a message in telegram – নিয়ে একটি পোষ্ট চাই।??
    1. Levi Author Post Creator says:
      আসিতেছে।
    2. A M Contributor says:
      ???
    3. Levi Author Post Creator says:
      ??
    1. Levi Author Post Creator says:
      ?
  2. SagorSrkian Author says:
    Update deowar por o amar 3 dot baa Spoiler, mono, create link, italic bold ayy option ashtese na ? atar karon ki?
    1. levi Author Post Creator says:
      আমি বিশ্বাস করি না।?

Leave a Reply