Site icon Trickbd.com

Convert TTF to APK | TTF ফাইলকে APK তে কনভার্ট করুন আর ইউজ করুন আপনার ফোনেও কাস্টম ফন্ট।

Unnamed

TTF font to APK! ttf font ফাইলকে Apk বানিয়ে ইন্সটল করে নিন আপনার ফোনে।

অনেকের ফোনেই কাস্টম ফন্ট ইনস্টল করা যায় না।যাদের ফোন গুলোর অ্যান্ড্রয়েড ভার্সন কম তাদের ফোনে কাস্টম ফন্ট ইনস্টল করা যায় না।কাজ করে না অপশনটি।সেক্ষেত্রে প্রয়োজন পড়ে ফন্ট apk ইনস্টল করার।তারপর সেটিংস থেকে ফন্ট সিলেক্ট করা যায়।

কে না চায় তার ফোনের ডিফল্ট ফন্ট চেঞ্জ করে অসাধারণ কিছু স্টাইলের ফন্ট ইনস্টল করে ফোনকে একটি সুন্দর লুক দিতে?কিন্তু সীমাবদ্ধতা থেকে যায় কম ভার্সনের ফোন গুলোতে।

আজ আপনাদেরকে দেখাবো,কিভাবে আপনি ttf ফাইলকে apk তে কনভার্ট করবেন।হয়তো অনেকেই জানেন ট্রিকসটি।কিন্তু আমার পোস্টটি তাদের উদ্দেশ্যে করা,যারা এ বিষয়ে জানেন না।

প্রথমে আমাদের দরকার হবে ifont donate version অ্যাপসটি।এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন।তারপর অ্যাপটি ওপেন করুন।

তারপর MY অপশনে ক্লিক করুন।

তারপর My Font এ ক্লিক করুন।

তারপর উপরে দেখুন লাল রঙে click this লেখা।ওখানে ক্লিক করুন।

তারপর স্টোরেজ থেকে আপনার ইচ্ছেমত ttf ফন্ট সিলেক্ট করে নিন।

তারপর উপরে ডান পাশে Theme এ ক্লিক করুন।

তারপর পপআপ আসবে।Ok তে ক্লিক করুন।


দেখুন।আপনার ttf ফাইলটি apk তে কনভার্ট হয়ে গেছে।এখন আপনি চাইলে এটি শেয়ার করতে পারেন।ইনস্টল করতে install বাটনে ক্লিক করুন।

তারপর অ্যাপটি ইনস্টল করুন।

ইনস্টল হলেই আপনাকে সেটিংসে নিয়ে আসবে।তারপর font style এ ক্লিক করুন।

যে ফন্টটি ইনস্টল করলেন সেটি সিলেক্ট করুন।

দেখুন।আমার ফন্ট চেঞ্জ হয়ে গেছে।

আমার ইউজ করা ফন্টটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

 


 


আজকের মত এত টুকুই।আগামীতে আরো ভালো টিউন নিয়ে আসার চেষ্টা করবো।ভুল – ত্রুটি ধরিয়ে দিতে ভুলবেন না।আসসালামু আলাইকুম।ভালো থাকবেন।সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।


Exit mobile version