টেলিগ্রাম নিয়ে আমি আগেও ২ টি পোস্ট করেছি।যারা ট্রিকস গুলো জানেন,তারা অনেকেই কমেন্টে অনেক কিছু বলেছেন।আজকের পোস্টটি টেলিগ্রাম নিয়েই।তবে এটাই শেষ পোস্ট টেলিগ্রাম এর ট্রিকস সম্পর্কে।
যারা টেলিগ্রামে এক্সপার্ট তাদের কাছে রিকোয়েস্ট করবো পোস্টটি এড়িয়ে যাবেন।কারণ সবাই সব কিছু জানে না।আর আপনি যেটা জানেন সেটা অনেকেই জানে না।
1. Delete message for everyone :
যার সাথে টেলিগ্রামে কথা বলতেছেন,আপনি চাইলে তার পুরা কনভারসেশন আপনার একাউন্ট থেকে ডিলিট করার পাশাপাশি তার একাউন্ট থেকেও ডিলেট করে দিতে পারেন।
এজন্যে প্রথমে যে কনভারসেশন টি ডিলেট করবেন সেটি সিলেক্ট করুন তারপর ডিলেট আইকন এ ক্লিক করুন।
তারপর also delete for … এ টিক মার্ক দিয়ে ডিলেট করে দিন।
2. Quick gif search :
মেসেজিং করার সময় অনেক সময় আমরা gif সেন্ড করি।সেজন্যে gif খুঁজতে হয়।আমরা চাইলে কিন্তু আলাদা ক্যাটাগরি এর gif সার্চ দিয়ে সেন্ড করতে পারি।
এজন্যে আমাদের প্রথমে @gif লিখে যে ক্যাটাগরি এর gif সেন্ড করবেন সেটা লিখতে হবে।
3. Slow mod in group messaging :
আপনার টেলিগ্রাম গ্রুপের মেম্বাররা একটা মেসেজ সেন্ড করার পর ঠিক কত সময় পর আরেকটি মেসেজ সেন্ড করতে পারবে,আপনি সেটি ঠিক করে দিতে পারেন।
এজন্যে প্রথমে গ্রুপে গিয়ে গ্রুপে নামে ক্লিক করুন।
তারপর পেন?️ আইকন এ ক্লিক করুন।
তারপর permission এ ক্লিক করুন।
তারপর এখান থেকে আপনি সময় সিলেক্ট করে দিতে পারবেন।
তারপর সেভ করে দিন।
4. Auto-Night mode :
Settings >
Chat settings >
Auto-Night mode অন করে দিন।
5. Quick Reaction :
যেকোনো মেসেজে ডাবল- ক্লিক করলে রিয়াকশন ( ইমোজি) অ্যাড হবে।এটা করার জন্য Settings >
Chat settings >
Quick Reaction
এখানে আপনি সিলেক্ট করতে পারেন।
6. Add extra security with passcode lock :
Passcode lock দেয়ার জন্য প্রথমে যাবেন সেটিংস এ।
তারপর যাবেন Privacy and security তে।
তারপর Passcode lock।
7. Stop automatic media download :
টেলিগ্রামে কোনো গ্রুপ/চ্যাট কনভারসেশন এ ঢুকলেই দেখে থাকবেন মিডিয়া অর্থাৎ পিকচার & ভিডিও অটোমেটিক ডাউনলোড হয়ে যায়।এতে করে ডাটা ইউজারদের অনেক এমবি খরচ হয়ে যায়।
অফ করতে প্রথমে যাবেন Settings এ।
তারপর Data and Storage
তারপর When using mobile data / When using wifi অফ করে দিন।
8. Pin conversation :
যেকোনো কনভারসেশন পিন করতে প্রথমে কনভারসেশন টি সিলেক্ট করুন,তারপর ৩ ডট এ ক্লিক করুন।
তারপর Pin এ ক্লিক করুন।
দেখুন Pin হয়ে গেছে।
আমার পূর্বের পোস্টগুলো :
নিজেই বানিয়ে নিন বাংলা+ইংলিশ(মার্জ) স্টাইলিশ ফন্ট।
নিয়ে নিন বাংলা+ইংলিশ স্টাইলিশ ফন্ট একসাথে।
টেলিগ্রামের দরকারি কিছু ফিচার।
প্রফেশনাল ভাবে কার্টুন ভিডিও বানান Plotagon Story মোড দিয়ে।(প্রিমিয়াম রিসোর্সেস)
আজকের মত এত টুকুই।আগামীতে আরো ভালো টিউন নিয়ে আসার চেষ্টা করবো।ভুল – ত্রুটি ধরিয়ে দিতে ভুলবেন না।আসসালামু আলাইকুম।ভালো থাকবেন।সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।