Site icon Trickbd.com

আপনার ফোনে বা মেমোরি কার্ডে অযথা জায়গা দখল করা সব ফাইল ডিলিট করুন এক ক্লিকে!

আসসালামু আলাইকুম ট্রিকবিডির ভিসিটরস!

 

কখনও ভেবে দেখেছেন আপনার ফোন বা মেমোরি কার্ডে কতগুলি ডুপ্লিকেট/খালি/বিকৃত ফাইল/ফোল্ডার আছে যা লুকিয়ে আপনার ফোনের স্পেস নষ্ট করছে?

অনেক সময় এমন অনেক ফাইল বা ফোল্ডার হাইড করা থাকে যা খুজে পাওয়া যায় না আর আপনার মোবাইলের অনেক জায়গাই এসব অকাজের ফাইল/ফোল্ডার গুলো দখল করে রাখে।

 

এ থেকে মুক্তির উপায় কি?

 

আমি এ থেকে মুক্তির এমন এক সহজ উপায় বলে দিচ্ছি যার মাধ্যমে আপনি অনেক কম সময়ে আপনার মোবাইলের এসব অকাজের ফোল্ডার/ফাইলগুলোকে এক ক্লিকে ডিলিট করে দিতে পারবেন।

 

কিভাবে?

 

Storage Organizer Pro এই এপ্লিকেশনটির সাহায্যে।

 

এই এপ্লিকেশনটি আমি অনেক দিন ধরেই ব্যবহার করে আসছি। আর আমি এটা থেকে অনেকটাই সেটিসফাইড। কেননা আমি এমন অনেক বড় বড় এপ্লিকেশন ট্রাই করেছি যেগুলো আমার ফোনে পড়ে থাকা জাংক ফাইলগুলো ডিলিট করার বদলে উলটা আমার ফোনে আরো স্পেস নষ্ট করতো। অবশেষে সে সমস্যার সমাধান পেলাম এই ছোট্ট ১ এম্বির এপ্লিকেশনে।

অনেক পাওয়ারফুল একটা এপ্লিকেশন। তাই সাবধানে ব্যবহার করবেন।

 

 

App name – Storage Organizer Pro

App Link – Apk4all

 

এই এপ্লিকেশনটির মাধ্যমে আপনি অনেক সব ধরনের ডুপ্লিকেট, খালি ফাইল/ফোল্ডার, ভাইরাস আছে এমন ফোল্ডার/ফাইল, ডেমেজ ফাইল/ফোল্ডার ইত্যাদি সব একসাথে একবারে স্ক্যান করে বের করে ফেলতে পারবেন আর সহজেই ডিলিট করতে পারবেন।

এপ্লিকেশনটি আপনি নিজে ব্যবহার করলেই সব বুঝে যাবেন।

 

নিচে কিছু স্ক্রিনশট দেওয়া হলো এপ্লিকেশনটির।

 

ধন্যবাদ।

This is 4HS4N

Loggin Out…