Site icon Trickbd.com

WiFi Router এডমিন পাসওয়ার্ড ছাড়াই সেই রাউটারে কতগুলো ডিভাইস কানেক্টেড আছে, তা দেখুন।

Unnamed

আসসালামু আলাইকুম।

কীভাবে এডমিন পাসওয়ার্ড ছাড়াই কোনো Router এ কতগুলো ডিভাইস কানেক্টেড আছে সেটা দেখবেন?

নোট: আপনার পারসোনাল যদি কোনো ওয়াইফাই থাকে, নিচের এপটি নামিয়ে কানেক্টেড ডিভাইস গুলো দেখে এবং ডিভাইস গুলো সঠিক কিনা তা দেখার জন্য আপনার রাউটার এডমিন প্যানেলে ঢুকে Manage Device এ ক্লকি করকে ঠিক সেম ডিভাইস গুলোই দেখতে পাবেন। আমি নিজে এটি পরিক্ষা করেছি, তারপর আপনাদের শেয়ার করছি।

তো প্রথমে Play Store এ চলে যান। এরপর Fing Network লিখে সার্চ দিন। এরপর নিচের এপটি ডাউনলোড করে নিন।

এরপর এপটি ওপেন করবেন এবং কিছু Permission চাইবে সেগুলো দিয়ে দিবেন। Location অন করতে বলবে। লোকেশন অন করে দিবেন।

এরপর নিচের মত সেই ওয়াইফাই এর নাম এবং ডিটেইলস দেখতে পাবেন।

এরপর Scan for devices এ ক্লিক করবেন। তারপর স্কানিং 100% হওয়া পর্যন্ত ওয়েট করবেন।

এরপর কানেক্টেড ডিভাইস গুলোর ফোনের নাম ও মডেল দেখতে পাবেন। Refresh এ ক্লিক করে রিফ্রেশ দিতে পারবেন। Generic নামের ডিভাইস গুলো হলো এগুলো Unknown Device বা অনেক আগের Old device। রাউটার এডমিন প্যানেলে ঢুকলেও কিছু unknown device দেখতে পাবেন সেইগুলো।


এই এপে শধু কানেক্টেড ডিভাইস গুলোই দেখতে পাবেন। বাট ঐ ডিভাইস গুলো ব্লোক দিতে পারবেন না।

আজ এ পর্যন্ত্যই। আল্লাহ হাফেজ।

Exit mobile version