Site icon Trickbd.com

খুঁজে বের করুন আপনার silent mode এ থাকা মোবাইল।

কেমন আছেন trickbd বাসীরা? আশা করি ভালো আছেন। চলে আসলাম আজকে আরেকটা নতুন পোস্ট নিয়ে।

আমরা অনেকেই মোবাইল সাইলেন্ট mode এ রেখে ব্যাবহার করি এরপর কোথাও ফোন টি রেখে ভুলে গেলে সেটি সহজে খুঁজে পাওয়া যায় না

এটি নিয়েই আজকের পোস্ট। আজকের পোস্ট এ বলবো কিভাবে আপনি আপনার মোবাইল খুঁজে পাবেন সেটি সাইলেন্ট mode এ থাকলেও।

বিদ্র: এর জন্যে আপনার মোবাইল ফোনের ডাটা কিংবা wifi সক্রিয় থাকতে হবে।

সাইলেন্ট করা মোবাইল হারিয়ে ফেললে কীভাবে তা খুঁজে পাবেন?

 

১. প্রথমে অন্য কোনও মোবাইল বা কম্পিউটার থেকে গুগল-এর ওয়েবসাইটে যান।

 

২. সেখানে সার্চ বারে লিখুন ‘ফাইন্ড মাই ফোন’।

 

৩. তারপর গুগল অ্যাকাউন্ট বা জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করুন।

 

৪. নিজের মোবাইলের লোকেশন দেখতে পাবেন গুগল-এ।

 

৫. এরপর আপনার সামনে অপশন আসবে, যেটির মাধ্যমে আপনি আপনার ফোনের অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারটি ‘অন’ করে দিতে পারবেন।

 

৬. এবার ‘রিং’ অপশনটিকে সিলেক্ট করুন।

 

৭. আপনার ফোন silent মোডে থাকলেও সেটি full Volume রিং হতে শুরু করবে এবং যতক্ষণ না আপনি ফোনটিকে খুঁজে বের করে তার পাওয়ার বাটনটি চেপে ধরছেন, ততক্ষণ ফোন রিং হতেই থাকবে। এবার সেই আওয়াজ অনুসরণ করে ফোনটিকে খুঁজে বের করা কোনও ব্যাপারই নয়।

 

তো আজকে এই পর্যন্তই ভালো লাগল লাইক দিতে ভুলবেন না। কোথাও ভুল হলে কমেন্ট এ জানাবেন।আপনার জন্যে শুভকামনা রইলো।