আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

তো এবার মূল কথায় আসি।

● 1 ~ ???? ?????

আপনার কি কখনো এরকম মনে হয়েছে যে, আপনি যখন হেডফোন দিয়ে কিছু শোনেন তখন একটা স্পিকারে সাউন্ড জোরে এবং আরেকটি স্পিকারে সাউন্ড আস্তে শুনতে পান।

অথবা যখন দুজনে মিলে হেডফোনের স্পিকার দুজনের কানে একটা করে লাগান তখন‌ও কি একটাতে জোরে এবং আরেকটি স্পিকারে সাউন্ড আস্তে শুনতে পান ?

এই সমস্যার কারণ হলোঃ আমাদের হেডফোনের একটি স্পিকারে ফ্রিকোয়েন্সি অনুযায়ী গান বা কথা বাজে এবং আরেকটি স্পিকারে সাউন্ড এর Bass , Bit , Equalizer বাজে। এর সমাধান আপনার ফোনে আছে।

প্রথমে আপনি আপনার ফোনের Settings এ যান।

তারপর আপনি ????????????? অপশনে যান।

এরপর একটু নিচে দেখতে পাবেন যে, ???? ????? নামে একটি অপশন। এটা চালু করলেই আপনার কাজ শেষ। এটা চালু করলে আপনি হেডফোনের একটি স্পিকারে ও ভালো ভাবে শুনতে পাবেন।

এবার দেখে নিন দ্বিতীয় সেটিং। এই সেটিং আপনি আপনার ফোনে থাকা Settings অপশনে পাবেন না। এই সেটিং এ আপনি আপনার ফোনের লুকিয়ে থাকা ????? ??????????? , ????? ?????????? , ??-?? ??????????? এবং আপনার ফোনের Brand ও Model অনুযায়ী আলাদা আলাদা লুকানো তথ্য ও সেটিং দেখাবে।

● 2 ~ ?????? ???????????

আপনি যদি কোনো Second Hand বা আরেকজনের ব্যবহৃত ফোন কিনতে চান ! তাহলে এই সেটিং আপনার কাজে লাগবে।

প্রথমে আপনি আপনার ফোনের Phone Call এ গিয়ে ডায়াল করুন, *#*#4636#*#*

তাহলেই বেরিয়ে আসবে লুকানো তথ্য ও সেটিং। তবে সেটা আপনার ফোনের ব্র্যান্ড ও মডেল অনুযায়ী।

আমার itel Alpha Lite ফোন। তাই এই ফোনের ব্র্যান্ড ও মডেল অনুযায়ী তথ্য দেখালো।

● 3 ~ ???? ?????

আপনার ফোনে কি এমবি দ্রুত শেষ হয়ে যায় ? যেমন, ধরুন আপনি ইউটিউব এ ভিডিও দেখছেন, কিন্তু পরে দেখা গেল অনেকটা এমবি শেষ হয়ে গেছে।

এর কয়েকটা কারণ আছে, যেমন আপনার অজান্তেই বা কিছুক্ষণ আগে বা পরে ব্যবহার করা অ্যাপ ব্যাকগ্ৰাউন্ড এ আপনার এমবি ব্যবহার করছে, যেটা আপনি বুঝতেই পারছেন না।

এরকম আরো কিছু কারণ আছে। এই সমস্যায় আমরা প্রায় সবাই পড়ি। এর জন্য আপনার ফোনে একটি সেটিং আছে, যেটা চালু করলে আপনার অনুমতি ছাড়া কোনো অ্যাপ ব্যাকগ্ৰাউন্ড এ আপনার এমবি ব্যবহার করতে পারবে না।

আমি এটা বলছি না যে, আপনি যেই অ্যাপ ব্যবহার করবেন শুধু সেই অ্যাপটাই কাজ করবে আর অন্যগুলো কাজ করবে না। অন্য অ্যাপ‌ও কাজ করবে যেগুলো আপনি চালাতে চান। যেমনঃ আপনি ইউটিউব এ কোনো ভিডিও ডাউনলোড করতে দিয়ে মিনিমাইজ করে অন্য কিছু ব্যবহার করছেন সেক্ষেত্রে আপনার অনুমতি নিয়ে ব্যাকগ্ৰাউন্ড এ ইউটিউব ডাউনলোড করবে।

এখন দেখুন কিভাবে এই সেটিং করবেন !

প্রথমে আপনি আপনার ফোনের ???????? এ যাবেন। তারপর ??????? & ???????? অপশনে যাবেন।

এরপর আপনি Ⓓⓐⓣⓐ ⓤⓢⓐⓖⓔ এ ক্লিক করুন।

তারপর আপনি ???? ????? এ ক্লিক করুন।

এবার আপনি ডেটা সেভার চালু করে দিন।

তারপর আপনি ???????????? ???? তে ক্লিক করুন।

এখন আপনি আপনার ইচ্ছা অনুযায়ী সেইসব অ্যাপকে পারমিশন দিন সেগুলো অবাধ ডেটা ব্যবহারের অনুমতি পাবে। মানে অন্যসব অ্যাপ বন্ধ থাকলেও আপনার বাছাই করা বা যেগুলি বেশি ব্যবহার করেন সেগুলি আপনার এমবি ব্যবহার করতে পারবে। এবং অ্যাপগুলি আপনি ওপেন না করা বা না ব্যবহার করা পর্যন্ত ঘুমন্ত অবস্থায় থাকবে।

এবার দেখুন উপরের নোটিফিকেশন বারে একটি + আইকন দেখাবে। যার মানে হলো ডেটা সেভার চালু হয়ে গেছে।

আমরা কমবেশি সবাই ??????? ????? ব্যবহার করি। এবং আমরা প্রায়ই এন্ড্রয়েড ফোনের চার্জ দেরিতে হ‌ওয়ার সমস্যায় পড়ি।

বিশেষ করে তখন যখন আমাদের কোনো অনুষ্ঠানে বা কোনো দরকারি কাজে ফোনে চার্জ থাকা জরুরী। আপনি আপনার দরকারের সময় ফোন চার্জে দিলে সেটা আগের মতোই ধীরে ধীরে চার্জ হয়।

এরকম পরিস্থিতিতে আপনি আপনার ফোন দ্রুত চার্জ করতে এই সেটিং এর ব্যবহার করতে পারবেন। তবে আরো ভালো ফলাফল পেতে ফোনে ?????? ???? বা ???????? ???? চালু করে রাখতে পারেন।

● 4 ~ ???? ????????

এই সেটিং অন করলে আপনার ফোনে চার্জ তাড়াতাড়ি হবে। তবে এটা করার আগে অবশ্যই ফোন একবার ℝ?????? বা ?????? করে তারপর এই সেটিং চালু করবেন তাহলে ভালো ফলাফল পাবেন।

প্রথমে আপনি আপনার ফোনের ???????? এ যাবেন।

তারপর আপনি ????????? ??????? এ যাবেন।

এরপর আপনি একটু নিচে খুঁজলেই পেয়ে যাবেন, ?????? ??? ????????????? এই লেখায় ক্লিক করবেন।

এরপর আপনি ???????? লেখায় ক্লিক করুন।

আপনার কাজ শেষ, এখন কয়েক সেকেন্ড পর নোটিফিকেশন বারে ??????? ?????? • ??? ???????? ???? ?????? লেখা উঠবে। এই লেখা উঠলে আপনার ফোনে দ্রুত চার্জ হবে।

Note: আপনার ফোন অফ হয়ে গেলে বা করলে অথবা রিস্টার্ট বা রিবুট করলে আবার আগের মতো সেটিং হয়ে যাবে। পরবর্তীতে তাড়াতাড়ি চার্জ করতে হলে আবার এক‌ই ভাবে সেটিং চালু করে চার্জ করতে হবে।

দাবি অস্বীকারঃ

আমার এই পোষ্ট এর কোনো টিপস হয়তো অন্য কারো পোষ্ট এর সাথে মিলে যেতে পারে। কিন্তু আমি কারো পোষ্ট কপি করিনি। যা লিখেছি নিজে ট্রাই করার পর‌ই আপনাদের জানালাম।

Free Tips: আপনি যদি জানতে চান VPN কি বা VPN দিয়ে ফ্রি ইন্টারনেট ব্যবহার করা যাবে কিনা তাহলে নীল লেখাতে ক্লিক করে দেখে নিন।

কোনো দরকার হলে আমার ফেসবুক আইডি: Facebook ID

11 thoughts on "এন্ড্রয়েড ফোনের দরকারি চারটি সেটিংস। যা একবার হলেও আপনার দরকার হবে।"

    1. Sohag21 Author Post Creator says:
      Thank you
  1. Md Liton Contributor says:
    Last er ta vai hudai likhcen….. Eita fast charge apnake ke bollo….??
    1. Sohag21 Author Post Creator says:
      অনেকেই বলে ভাই, আর এটা করে আমার ফোনেও দ্রুত চার্জ হয়।
  2. Rx Abubakar Contributor says:
    পোস্ট টা ভালোই ছিল।তবে একটা কথা,
    4 নাম্বার পয়েন্টে~ ???? ???????? এ “default usb configuration” অপশনের কাজ কি জানেন?
    না জেনে আন্দাজে নিজের মতামত না লিখে বিস্তারিত জেনে পোস্ট করবেন।
    শুভ কামনা।সামনে এগিয়ে যান?
    1. Sohag21 Author Post Creator says:
      Thank you vai. next post gulo somporke sure hote tarpor post korbo.
  3. Tanvir Kaysar Contributor says:
    Keep it up ?
    1. Sohag21 Author Post Creator says:
      Thank you ?
  4. Prottoy Saha Contributor says:
    osthir post
    1. Sohag21 Author Post Creator says:
      Thank you so much ?

Leave a Reply