Site icon Trickbd.com

আপনার টিকটক ভিডিও ভাইরাল হচ্ছেনা, ভিডিও For You তে যায়না? তাহলে এই পোস্টে দেখুন ভিডিও ভাইরাল ও একাউন্ট গ্রো করার কার্যকরী উপায়।

Unnamed

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন । আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে টিকটকের আপনার অ্যাকাউন্ট কে ভাইরাল করবেন অথবা আপনার টিকটক ভিডিওতে ভিউ বাড়াবেন। আমার আজকের পোস্টর দেখানো নিয়মগুলো যদি আপনি অনুসরন করেন, তাহলে আপনার একাউন্টের একটু হলেও গ্রো হবে।
তো বেশি কথা না বলে চলুন শুরু করি আজকের পোস্ট। আর পোস্ট শুরু করার আগে একটা কথা বলি, যদি আমার পোস্টের ভিতরে কোন ভুল থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে ধরিয়ে দেবেন আমি অবশ্যই সেটা ঠিক করে দেবো।

★প্রথমে টিকটক এপে প্রবেশ করুন।

★ (Me) অপশনে ক্লিক করে নিজের প্রেফািলে যান।

★ তারপর প্রোফাইলের উপরে যে , (…) থ্রি ডট অপশন রয়েছে সেখানে ক্লিক করুন। তারপর এরকম ২ টা অপশন পাবেন।
1.creator tools
2.settings & privacy

★এখানে আপনি ২য় অপশনটিতে (settings & privacy) অপশনে ক্লিক করবেন।

★ তারপর আপনারা অনেকগুলে অপশন পাবেন, সেখান থেকে আপনি ( Manage account) এই অপশনে ক্লিক করবেন।

★তারপর নিচের স্ক্রিনশটের মত একটা পেইজ আসবে।

★এখানে ৩ টি অপশন থাকবে
1.password

2.e-mail
3. Mobile no.

★ আপনারা এখানের ৩ টাই সঠিকভাবে সেট করে নেবেন।

★★★
এখানের কাজ শেষ,
তারপর আবারও নিজের প্রোফাইলে গিয়ে (…) থ্রি ডট অপশনে ক্লিক করবেন,

★ তারপর এরকম একটা পেইজ আসবে,

★ এখান থেকে আপনাকে (report a problem) অপশনটি খুঁজে বের করতে হবে।

★ খুঁজে বের করে এই অপশনে ক্লিক করুন।

★ তারপর , নিচের স্ক্রিনশটের মত একটা পেইজ আসবে।

★ এখানে অনেক অপশন রয়েছে, এখান থেকে আপনি
( I want to grow my account) এই অপশনে ক্লিক করবেন।
তারপর নিচে দেখুন ২টা অপশন আছে

1.(Yes)

2. (No)

★ আপনি এখান থেকে (yes) অপশনে ক্লিক করবেন।

তো বন্ধুরা, আমার দেখানো নিয়ম অনুসরণ করে যদি আপনি এই দুইটি সেটিংস করিয়ে নেন, তাহলে অবশ্যই আপনার একাউন্ট গ্রো হবে।

আমি আমার পোস্ট আর দীর্ঘায়িত করতে চাইনা।

সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন,
এবং ট্রিকবিডির সাথেই থাকবেন।

এই আশাতে আজ এখানেই শেষ করছি।
নমস্কার