আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন। এই আর্টিকেলটিতে আমি Infinix Mobile Phone গুলোর কিছু স্পেশাল ফিচার এর কথা বলবো এবং সেগুলোর বিস্তারিত বর্ননা করবো। অনেকেই হয়তোবা এই ফিচারগুলো ব্যবহার করে দেখেননি বা ব্যবহার করেন না কিংবা এ সকল ফিচারগুলো সম্পর্কে জানেন না।
আমি আমি প্রত্যেকটি ফিচার এর স্ক্রিনশট সহ বর্ননা করবো এদের কাজ কি, কিভাবে ব্যবহার করবেন।
তার আগে বলে নিই আপনি এই ফিচারগুলো কেন ব্যবহার করবেন। এই ফিচারগুলো মূলত আপনার কাজকে সহজ করতে এবং আপনাকে এন্ড্রয়েড ব্যবহারের সুন্দর একটি অভিজ্ঞতা দিতেই দেওয়া হয়েছে।
এখন আপনার কাছে ফিচারগুলো থেকেও যদি আপনি না ব্যবহার করেন তাহলে তো আপনি অনেক কিছুই মিস করে গেলেন। তাই না? যাই হোক, যদিও এই পোস্টটি শুধুমাত্র ইনফিনিক্স মোবাইল ব্যবহারকারীদের জন্যেই তাই অবশ্যই বাকীরা দূরেই থাকবেন এটাই স্বাভাবিক।
কিন্তু আপনি যদি ভবিষ্যতে ইনফিনিক্স এর ফোন কিনার কথা চিন্তা করেন কিংবা আপনার বন্ধু-বান্ধব বা আত্মীয়স্বজন বা চেনা জানা কেউ ইনফিনিক্স এর মোবাইল ব্যবহার করে থাকে তবে তাদেরকেও জানাতে পারেন এসব ফিচারগুলো সম্পর্কে।
যাই হোক, আর কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের টপিক।
1) Notification Edit :
উপরে দেখানো স্ক্রিনশটের মতো আপনি যদি এটা না জেনে থাকেন যে আপনি আপনার ইচ্ছামতো অনেক কিছুই আপনার নোটিফিকেশনে এড করতে পারেন তবে আপনি হয়তোবা অনেক বড় একটা জিনিস মিস করে গিয়েছেন।
2) Notification Block :
আপনি কি জানেন আপনার ইনফিনিক্স ফোনে একটি Intelligent notification নামের option আছে যেখানে আপনি নিজের ইচ্ছামতো নোটিফিকেশন সিলেক্ট করে সেগুলো ব্লক করে রাখতে পারেন? এখানে আপনি Social News, Ad Promotion, Content Info, Reminder, Mail, Running Status এসব নোটিফিকেশন ব্লক করে রাখতে পারবেন। এর জন্যে আপনাকে উপরে দেখানো স্ক্রিনশটের মতো ফলো করতে হবে।
প্রথমে Edit button এর সাথের button এ ক্লিক করবেন। এবং উপরে ডানে থাকা Setting Button এ ক্লিক করে Option টি পাবেন।
3) Muslims Azan Reminder :
এই Option টি অনেকেই enable করতে পারে না বা জানে না কিভাবে enable করতে হয়।
উপরে দেখানো স্ক্রিনশটের মতো আপনি প্রথমে আপনার ফোনের Default Clock App টিতে ঢুকবেন। এরপর সেখানে উপরে ডান দিকের সেটিং আইকনে ক্লিক করবেন।
এরপর নিচের দিকে স্ক্রল করে এসে “Adhan Alarm” Option টি Enable করে দিবেন। যদি এই অপশনটি খুজে না পান তবে শেষের দিকে স্ক্রল করে version number এ ১০ বার বা তার বেশি একসাথে ক্লিক করবেন তাহলে এই অপশনটি চালু হয়ে যাবে।
এরপর আপনার Location On করে রাখবেন (তা না হলে আপনাকে সঠিক সময়ে আযান/নামায এর রিমাইন্ডার বা এলার্ম দিবে না। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিচার মুসলিম দের জন্যে।
আপনি চাইলে আসরের টাইম মেথড, আযানের এলার্ম, ক্যালকুলেশন মেথড ৬ ধরনের পেয়ে যাবেন। এছাড়াও সুন্দর এই ঘড়িটি আপনাকে সময়, পূর্ব, পশ্চিম,উত্তর,দক্ষিন, কত রমজান চলছে, তারিখ, কোন নামাযের সময় কখন সবকিছুই দেখাবে। এত সুন্দর করে সবকিছু দেওয়া আছে যে এর প্রশংসা না করে থাকা যায় না।
4) DTS SOUND :
আপনি যদি আপনার মোবাইলের সেটিং অপশনে গিয়ে Sound & Vibration এ যান এবং এরপর শেষের দিকে স্ক্রল করেন তবে DTS নামক এই অপশনটি পাবেন।
এই ফিচারটির মাধ্যমে আপনি যেকোনো অডিওকে Smart, Music, Video, Game ৪ ভাবে শুনতে পারবেন। এর সাথে Equalizer তো থাকছেই।
5) App Management
উপরে দেখানো স্ক্রিনশটের মতো করে আপনি এই অপশনটি খুজে পাবেন সেটিং অপশনে একটু নিচের দিকে স্ক্রল করলেই। এখানে আবার আরো কিছু অপশন পাবেন। সেগুলোর কাজগুলো আমি ব্যাখ্যা করছি।
১) Default Apps :
এখানে আপনার ফোনে থাকা Default System Apps ও 3rd party apps গুলো থেকে যেকোনো টাকে default app হিসেবে ব্যবহার করতে পারবেন। যেমনঃ আমি nova launcher ব্যবহার করছি আমার default home screen হিসেবে।
২) App Settings :
এখান থেকে আপনার ফোনে থাকা সকল এপ্লিকেশনগুলোকে ম্যানেজ করতে পারবেন
৩) App Update :
এটা নিয়ে বলার তেমন কিছুই নেই। সবাই জানেন।
৪) Permission Manager :
আপনার ফোনে থাকা সকল Apps এর Permission গুলো এই অপশনটির মাধ্যমে ম্যানেজ করতে পারবেন। Privacy Concerned মানুষগুলো এই অপশনটি ব্যবহার করে উলটা পালটা permission চাওয়া বা enable করে দেওয়া app গুলোর পারমিশনগুলো Disable করে দিতে পারবেন। খুবই useful একটি ফিচার।
6) Special App Access :
এখানে অনেকগুলো Option পাবেন।
সবগুলোরই ব্যাখ্যা দিচ্ছি এক এক করে। ধৈর্য্য থাকলে পড়ে দেখতে পারেন। আমি খুব শর্ট করেই বলছি বোঝার সুবিধার্থে।
১) All Files Access :
এই ফিচারটির মাধ্যমে কোন কোন এপ্লিকেশনগুলো আপনার মোবাইলের সকল ফাইলের এক্সেস নিয়েছে সেগুলো দেখতে ও ম্যানেজ করতে পারবেন।
২) Battery Optimization :
কোন কোন এপ্লিকেশনগুলোর Battery Optimization On/Off করা আছে এগুলো ম্যানেজ করতে পারবেন।
৩) Device Admin Apps :
কোন কোন এপগুলো আপনার ফোনের ডিভাইস এডমিন এক্সেস নিয়ে রেখেছে সেগুলো ম্যানেজ করতে পারবেন। এটিও একটি প্রাইভেসি ফিচার।
৪) Do not disturb access :
Do no disturb ফিচারটির এক্সেস কোন এপ্লিকেশনগুলো নিয়ে রেখেছে সেগুলো দেখতে ও ম্যানেজ করতে পারবেন।
৫) Modify System Settings :
modify system settings ফিচারটির এক্সেস কোন এপ্লিকেশনগুলো নিয়ে রেখেছে সেগুলো দেখতে ও ম্যানেজ করতে পারবেন।
এছাড়াও Adaptive notifications, premium sms access, unrestricted data, install unknown apps, usage access, VR helper services, wifi control ফিচারগুলোর এক্সেস কোন এপ্লিকেশনগুলো নিয়ে রেখেছে সেগুলো দেখতে ও ম্যানেজ করতে পারবেন।
7) Screen On Time :
আপনার মোবাইলের স্ক্রিন কতক্ষন ধরে অন করা আছে এবং কোন কোন এপ্লিকেশনগুলো কতটুকু সময় ধরে চলছে এসব কিছু এখানে দেখতে পাবেন।
8) Kids Mode :
এই Option টি হচ্ছে বাচ্চাদের জন্যে। আপনি যদি আপনার ফোনটি কোনো বাচ্চার হাতে দিয়ে দেন এবং সেই বাচ্চাটির eye care, low bad posture এ সমস্যাগুলো যেন না হয় সে দিকে খেয়াল রাখতে পারবেন। এছাড়াও কোন কোন এপ্লিকেশনগুলো সে বাচ্চাটি দেখতে ও ব্যবহার করতে পারবে এটাও সেট করে দিতে পারবেন। বাচ্চাদের জন্যে সবকিছুরই খেয়াল এখানে রাখা হয়েছে।
9) Special Function :
এখানে অনেক ভালো ভালো ফিচারগুলো পাবেন। সবগুলোরই ব্যাখ্যা দিচ্ছি।
১) Special Turbo :
এই ফিচারটি দেওয়া হয়েছে Whatsapp ব্যবহারকারীদের জন্যে। এখানে যেসব ফিচার পাবেন সেগুলো হচ্ছে :
✔ Voice Changer
✔ Voice recorder
✔ Video Beauty
✔ Peek mode
✔ Flashlight notification
✔ Whatsapp status
✔ Clean Whatsapp
✔ Whatsapp Mode
✔ Sticker Maker
প্রতিটি অপশনই তখনই কাজ করবে যখন আপনি Whatsapp ব্যবহার করবেন।
২) Game Mode :
এই ফিচারটি যারা গেমার রয়েছেন এবং নিজেদের ফোনে নিয়মিত গেমস খেলেন তাদের জন্যে দেওয়া হয়েছে। আপনি যদি Game addiction থেকে মুক্তি পেতে চান তবে সেটিরও ব্যবস্থা রয়েছে এখানে যা আপনি game anti addiction mode টির মাধ্যমে করতে পারবেন।
আপনি যদি গেম খেলার সময় কোনো নোটিফিকেশন বা ডিস্টার্বেন্স না চান তবে সেটিরও সমাধান এখানে দেওয়া আছে যা আপনি message notification method এর মাধ্যমে করতে পারবেন।
আপনি যদি কোন কোন গেম কতক্ষন সময় ধরে খেলেছেন এসব তথ্য একসাথে পেতে চান তবে Game data option আপনাকে সাহায্য করবে।
এরপর আরো কিছু ফিচার আছে যার স্ক্রিনশট উপ্রে দেওয়া আছে।
৩) Smart Panel :
এই অপশনটি একটি Floating Window হিসেবে কাজ করে assistive assistant এর মতো। এই floating window এর মাধ্যমে আপনি multitasking করে বিভিন্ন কাজ অনেক সহজেই করতে পারবেন।
৪) Action & Gesture :
এখানে বলার মতো অনেক কিছুই আছে। এক এক করে বলছি।
#1) Tapping Wake :
আপনার ফোনে Double Tap বা দুইবার একসাথে ট্যাপ করে আপনার ফোনের স্ক্রিনকে অন করতে পারবেন। এতে আপনার ফোনের পাওয়ার বাটনের প্রয়োজন পড়বে না এবং পাওয়ার বাটনটি নষ্ট হয়ে গেলেও কোনো সমস্যা হবে না। আর এটি কোনো 3rd party app থেকে অনেক ভালো ও দ্রুত কাজ করে।
Ss
#2) Music Gesture :
এই Gesture টির মাধ্যমে ডানে, বামে, উপরে, নিচে Swipe করে আপনি ফোনের মিউজিক থামানো, পালটানো ইত্যাদি কাজ করতে পারবেন খুবই সহজেই।
Ss
#3) Flip Mute :
এটি একটি সত্যিই গুরুত্বপূর্ণ ও useful একটি ফিচার। আপনি যদি কারো বারে বারে কল আসাতে বিরক্ত হয়ে থাকেন তবে এই ফিচারটি আপনারই জন্যে। এই ফিচারটি অন করার মাধ্যমে কেউ যখন আপনাকে কল দিবে তখন যদি আপনার ফোনটিকে আপনি উল্টিয়ে দেন তবে সে কলটি Mute হয়ে যাবে। আপনাকে আর কিছুই করতে হবে না।
#4) Take Screenshot With 3 Fingers :
এই ফিচারটি Enable করার মাধ্যমে আপনার হাতের ৩ আঙুল একসাথে নিচের দিকে Swipe করে স্ক্রিনশট তুলতে পারবেন।
#5) Raise To Ear :
এই ফিচারটির মাধ্যমে যখনই কেউ আপনাকে কল দিবে তখন আপনাকে ফোনের স্ক্রিন চেপে আর কল রিসিভ করতে হবে না। ফোন আসা মাত্রই আপনার কানের সামনে নিবেন আর সাথে সাথে কল রিসিভ
হয়ে যাবে।
#6) Smart Screen on :
এটিও অসাধারন একটি ফিচার। এই ফিচারটির মাধ্যমে আপনি আপনার ফোনকে পাওয়ার বাটনে চাপ দেওয়া ছাড়াই অন করতে পারবেন। এটি অন করে রাখলে আপনি যখনই ফোন কোথাও রেখে দেওয়া থেকে উঠাবেন তখনই ফোন অটোমেটিক অন হয়ে যাবে।
#7) Answer Calls with gesture :
এই অপশনটির মাধ্যমে আপনি আপনার হাতের ইশারায় কল রিসিভ করতে পারবেন।
এগুলো ছাড়াও আরো কিছু ফিচার আছে। ঐগুলো খুব বেশি বলার মতো না, টুকটাক সবাই জানে। তাই আর ঐগুলো বললাম না। যাই হোক, এই পোস্টটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টে জানাবেন।
ধন্যবাদ।
ট্রিকবিডির সাথেই থাকুন।
This is 4HS4N
Logging Out….