Site icon Trickbd.com

Smart launcher 6. Best launcher review for Android (Premium unlocked)

আসসালামুআলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। অনেকদিন থেকে কোন পোস্ট করা হয় না। মূলত কোন বিষয় নিয়ে পোষ্ট করব সেটার বিষয়বস্তুই খুঁজে পাইনা। তাই আজকে একটু ভিন্ন ধরনের পোস্ট নিয়ে এলাম। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটি হোম লঞ্চার।

 

প্রথমে জানা যাক লাঞ্চার কি?

 

লাঞ্চার হচ্ছে আপনার নিজের মত করে আপনার ফোনের হোমপেজ সাজানোর অ্যাপ। যেখানে আপনি আপনার ইচ্ছামত হোমপেজ এবং অ্যাপ এর আকৃতি ,নাম, আইকন এবং অনেক কিছু। আর এই লাঞ্চার হচ্ছে প্রেমিয়াম মুড ভার্শন।

আজ আমি আপনাদের সামনে যে লঞ্চার টা শেয়ার করব সেটা আমি অনেক দিন যাবত ব্যবহার করতেছি। এখানে আমি কোন প্রকারের ভাইরাস বা ম্যালওয়ারের সম্মুখীন হয়নি। তাই আমি জোর দিয়ে বলতে পারি যে এটা সম্পূর্ণ সেফ। একেকটা লাঞ্চার দিয়ে একেক রকম ভাবে আপনার হোমপেজে এবং অ্যাপ্লিকেশন পেজ সাজানো যায়।

আজকে যে লঞ্চার নিয়ে লিখতে বসেছি সেটার ট্রেইলার নিচে দিলাম।

 

হোমপেজ: (ওয়ালপেপার আমার নিজের)

 

 

 

 

অ্যাপ্লিকেশন পেজ:

 

 

 

তাহলেতো ট্রেইলার দেখে নিলেন। তাহলে চলুন দেখব এবার এটা ফোনে ইন্সটল করার নিয়ম।

প্রথমে আপনি নিচের লিঙ্ক থেকে অ্যাপটা ডাউনলোড করে নিন।

Click here to download

ডাউনলোড করার পর ওপেন করুন। তারপর যেসব পারমিশন চায় সব দিয়ে দিন। তারপর সেটিং এ ঢুকোন। তারপর ..default home app.. লিখে সার্চ দিন। দখুন নিচের মত আসবে।

 

তারপরে স্মার্ট লাঞ্চার সিলেক্ট করুন।

কাজ শেষ।

 

তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। দেখা হবে আরেকদিন।

যদি বুজতে সমস্যা হয় তাহলে YouTube এ গিয়ে search দিয়ে দেকে নিন।অথবা কমেন্ট করুন।

 

 

ধন্যবাদ