হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে। চলুন শুরু করা যাক।

আজকে আমি আপনাদেরকে মজার একটা ওয়েবসাইট দেখাবো । এই কিছুদিন আগেও যখন বাটন ফোনের জগত ছিল , তখন আপনারা অনেকেই হয়তো বা বাটন ফোনে ইয়ারফোন লাগিয়ে রেডিও শুনেছেন। কিন্তু বর্তমানে এন্ড্রয়েড ফোন আসার পর ওই পুরনো দিনগুলোর কথা সবাই ভুলে গিয়েছে। তাছাড়া সব জায়গায় সব রেডিও চ্যানেল একসাথে অ্যান্ড্রয়েডের রেডিও অ্যাপ দ্বারা পাওয়াও যায়না। আর তাই আজকে, আমি আপনাদেরকে এমন একটি ওয়েবসাইট এবং এমন একটি অ্যাপ শেয়ার করব যেটির মাধ্যমে আপনারা বাংলাদেশ সহ বিশ্বের যে কোন দেশের যে কোন রেডিও চেনেল এর লাইভ টেলিকাস্ট শুনতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে পোস্টটি শুরু করা যাক।

তো, প্রথমে আপনারা নিচের দেওয়া লিংকে ক্লিক করে ওয়েব সাইটটিতে প্রবেশ করুন।

 

link

এবার আপনার সামনে এরকম একটি ইন্টারফেস দেখাবে।

তারপর এই প্লে বাটনটিতে ক্লিক করুন।

এবার আপনার লোকেশন অনুযায়ী , অর্থাৎ আপনি যেহেতু বাংলাদেশে থাকেন, তাই বাংলাদেশের মেইন সেন্টার – ঢাকা থেকে যে কোন একটি রেডিও আপনাকে শোনাবে।

এখান থেকে মিডিল পয়েন্ট এর ওই গোল চিহ্ন টিকে এদিক-ওদিক সরিয়ে আপনি যেকোন রেডিও স্টেশন ব্রডকাস্টিং শুনতে পারবেন।

এছাড়াও রয়েছে সার্চ বারে সার্চ করে যে কোন চ্যানেলের ব্রডকাস্টিং সোনার সুবিধা।

আর এই কাজটি শুধু ওয়েবসাইটেই নয় এই কাজটির জন্য আলাদা একটি অ্যাপ আছে যে টির নাম হচ্ছে রেডিও গার্ডেন এপ। নিচে আমি অ্যাপটির প্লে স্টোর লিংক দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অ্যাপটি ইনস্টল করে নামিয়ে এনজয় করতে পারেন আপনার পছন্দের যে কোন চ্যানেলের লাইভ ব্রডকাস্টিং।

app link

তো তাহলে আমার আজকের পোস্ট আমি এখানেই শেষ করছি। আশা করছি পোস্টটি আপনার বিন্দুমাত্র হলেও উপকার করবে। সবাইকে ধন্যবাদ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য।

মানুষ মাত্রেই ভুল হয় , তাই পোষ্টে কোন ভুল থাকলে দয়া করে মাপ করে ‍দিয়েন, আর প্লিজ কমেন্টে লিখে ভুলগুলা শোধরানোর সুযোগ করে ‍দিয়েন।
কোন কিছু না বুঝলে বা কোন কিছু জানার থাকলে, আমাকে কমেন্টে জানান।
পোস্টটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে তা জানিয়ে দেবে যেন আমি আরো নতুন নতুন পোস্ট করার উৎসাহ পাই।

আর এরকম নিত্যনতুন আরো তথ্য জানতে এবং আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনি আমাদের ফেইসবুক গ্রুপে জয়েন হতে পারেন l

আর যেকোন প্রবলেমে ফেসবুকে আমি
তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ।

15 thoughts on "দেখুন পুরো পৃথিবীর যেকোন রেডিও স্টেশনের লাইভ রেডিও ব্রডকাস্টিং সোনার ওয়েবসাইট এবং অ্যাপ"

  1. 123 Contributor says:
    good post
    1. Prottoy Saha Contributor Post Creator says:
      thanks
  2. Aubdulla Al Muhit Contributor says:
    Wow.thank you so much.
  3. pranta Contributor says:
    Wow ….. Nice ???
    1. Prottoy Saha Contributor Post Creator says:
      tnx
  4. xD Abubokor Contributor says:
    E Niye Age Post Kora Hoicilo
    1. Prottoy Saha Contributor Post Creator says:
      search diye deksilam, but painai. link diyen. dekhbo ne
  5. mdmamunrahman Contributor says:
    এই জন্য ট্রিকবিডি কে পছন্দ করি
    তার সাথে এই সুন্দর পোস্ট করার জন্য আপনাকে ও
    ধন্যবাদ আপনাকে
    1. Prottoy Saha Contributor Post Creator says:
      welcome
  6. mdmamunrahman Contributor says:
    আমি অনেক আগে থেকেই সফটওয়্যার দিয়ে
    কিন্তু এই প্রথম ওয়েবসাইট থেকে যা আমার নতুন এক্সপেরিয়েন্স
    আপনাকে অসংখ্য ধন্যবাদ
    1. Prottoy Saha Contributor Post Creator says:
      thanks
  7. Levi Author says:
    সুন্দর পোস্ট।

Leave a Reply