Site icon Trickbd.com

ম্যাপে দেখুন আপনি এখন কুন জায়গাতে আছেন। নিয়ে নিন দারুণ একটি Android Software।

আসসালামু আলাইকুম,কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমার মনটা তেমন বেশি ভালো না হলেও খারাপ না। আকাশ খারাপ, তাই ভাবলাম বাহিরে না গিয়ে ঘরে বসে কিছু লেখালেখি করি। আজ আমি আপনাদের সাথে দারুণ একটি এপ শেয়ার করব। আমার মনে হচ্ছে এপটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। কেননা এটা অনেক কাজের এপ। তাহলে আমরা এপ নিয়ে আলোচনা শুরু করি।

এখন আমি আপনাদের সাথে যে এপটি শেয়ার করতে যাচ্ছি এটা সত্যি খুব কাজের এবং মজার এপ। এই এপের সাহায্যে আপনি এটা জানতে পারবেন যে আপনি বর্তমানে কুন জায়গায় আছেন,আপনার নেটওয়ার্ক এবং আরো অনেক তথ্য। আপনার বর্তমান লোকেশন আপনি ম্যাপের মাধ্যমেও দেখতে পারবেন। তবে এই এপ ব্যাবহার করতে হলে অবশ্য-ই আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এই এপ ব্যাবহার করা মানে আপনার লোকেশন নিশ্চিত করা।

এই এপটি এর আগে কেউ আপনাদের সাথে শেয়ার করেছে কিনা জানিনা। তবে আমি প্রথম শেয়ার করছি। কারো প্রয়োজন মনে হলে ডাউনলোড করতে পারেন।
Software Name:My Location.Apk
প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে এখানে যান।

প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে কুন সমস্যা হলে নিচে থেকে ডাউনলোড করতে পারেন।

Download:my Location.Apk

আশা করি Softwareটি সবার ভালো লাগবে। আপনাদের যদি কারো পছন্দের গেম,এপ থেকে থাকে রিকোয়েষ্ট করতে পারেন আমি যথা সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন।ভালো থাকবেন সবাই। ধন্যবাদ

Telecom news bd , GP SIM Offer , BD All Sim Offer, GP, Robi, Banglalink, Teletalk,Airtel, GrameenPhone, Internet Data Bonus, Bondho Sim Offer, Recharge Bonus