Site icon Trickbd.com

এন্ড্রয়েডে সবচেয়ে সহজ উপায়ে কোন এপ ছাড়াই এডব্লক করুন

আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালই আছেন 
আমি কামরুল হুদা সুমন ট্রিকবিডিকে ফলো করছি প্রায় ৫বছর ধরে। তবে কখনই কোন কিছু লেখা হয়ে উঠেনি। 
কিন্তু আজ মনে হলো লিখে ফেলি একটা কিছু, যাইহউক এত বকবক না করে কাজের কথায় আসি 

বিজ্ঞাপন বর্তমান দিনে এমন হয়ে গিয়েছে যে আপনি যে সাইটেই যাবেন সেখানেই বিজ্ঞাপন দেখতে পাবেন। 
যা অনেকটাই বিরক্তিকর।
আবার এডব্লক করার জন্য অনেক এপ ও রয়েছে যা ইন্সটল করে রাখলেও বার বার কানেক্ট/ডিসকানেক্ট এর ঝামেলা পোহাতে হয়।  কিন্তু আপনি যদি DNS দিয়ে এডব্লক করেন তবে আপনার ফোনের ৭০% এড ই অটোমেটিকলি ব্লক হয়ে যাবে। এতে লাগবেনা আলাদা কোন এপ।
আসুন দেখি কিভাবে এড ব্লক করবেন 

প্রথমে আপনার ফোনের সেটিংস এ যাবেন 

এরপর আপনি এখান থেকে Connection and Sharing অপশনে যাবেন 
যদি আপনার শাওমি ফোন না হয় তবেও আপনি কানেকশন অপশন পাবেন অথবা সার্চ করবেন Private DNS লিখে 

মার্ক করা Private DNS সেটিংস টাতে ক্লিক করবেন,এরপর নিচের ছবির মত  Private DNS Provider Hostname এ ক্লিক করবেন
এরপরে টাইপ করুন DNS.Adguard.com অথবা কপি করেও নিয়ে যেতে পারেন।  পেষ্ট করার পরে সেভ করুন 
ব্যাচ হয়ে গেলো এডব্লক সেট, এবার কোন সাইট ব্রাউজ করে দেখুন কোন প্রকার এড ই আসবেনা 
তবে ফেসবুক এবং ইউটুবে এডস থাকবেই। 
বিভিন্ন ওয়েবসাইটে এডব্লকার থাকার কারণে ঢুকতে পারবেন না। যদি কোন ওয়ার্নিং দেয় তবে সেটিংস থেকে Private DNS টা অফ করে দিবেন।  
ধন্যবাদ সবাইকে 
এটা আমার প্রথম পোষ্ট ছিল! জানিনা কিরকম লিখলাম যদি উপকৃত হয়ে থাকেন অবস্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।  
আমি সামনে আরো পোষ্ট করার চেষ্টা করবো।  তবে আমার পরবর্তী পোষ্ট লেখার ইচ্ছা রয়েছে ইউটুবের এডব্লকিং এর উপরে (Vanced এর মোডিফাইড ভার্ষন) নিয়ে।  

আজ তবে এ পর্যন্তই ভাল থাকবেন সুস্থ থাকবেন 

Exit mobile version