Site icon Trickbd.com

কিভাবে মোবাইল দিয়ে ওয়েবসাইট এর পেজ সোর্স দেখবেন?

কিভাবে মোবাইল দিয়ে যেকোনো ওয়েবসাইট এর Page Source দেখবেন?

আমরা PC use করে খুব সহজেই যেকোনো ওয়েবসাইটের পেজ সোর্স দেখতে পারি। কিন্তু মোবাইলের Broswer এ সাধারণত এমন কোনো Option থাকে না।আজকের টিউটরিয়াল এ আমরা শিখব মোবাইল দিয়ে কিভাবে পেজ সোর্স দেখবেন।

মোবাইল দিয়ে যেভাবে পেজ সোর্স দেখবেন:

প্রথমে আপনি যেই ওয়েবসাইটটির পেজ সোর্স দেখতে চান সেই ওয়েবসাইটটি ওপেন করুন।

 

এখন URL এ ট্যাপ করুন

 

 

এবার URL এর আগে “view-source:” যোগ করুন

এখন আপনি ওয়েবসাইটটির পেজ সোর্স দেখতে পারবেন।

Exit mobile version