কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন! চলে এলাম আবারো নতুন একটি পোস্ট নিয়ে আশা করছি সকলের ভালো লাগবে!
Post Topic
আজ মূলত কথা বলবো কিছু প্রিমিয়াম ডার্ক লাইটরুম প্রিসেট নিয়ে নিয়ে । যার সাহায্যে আপনি আপনার ফটোকে অসাধারণ ভাবে ডার্ক এডিট করতে পারবেন ! তো চলুন শুরু করা যাক
Preset Details
এই প্রিসেটগুলো সাধারণত প্রিমিয়াম প্রিসেট প্যাক । এর মধ্যে রয়েছে ১৫ টি প্রিসেট , একেক রকম ব্যাকগ্রাউন্ড ও সাব্জেক্ট এর জন্য আলাদা আলাদা প্রিসেট । সবগুলো ট্রাই করে আপনার ফটোতে যেই প্রিসেট সুট করে তা ব্যভার করুন ।
ডাউনলোড লিঙ্ক :
How To Use
কিভাবে প্রিসেট এড করবেন ও ব্যবহার করবেন তা নিয়ে আমি আগেই একটি পোস্ট করে এসেছি তা দেখে আসুন
Click here to checkout old post
তো চলুন এই প্রিসেট প্যাক দিয়ে এডিট করা কিছু ফটো স্যাম্পল দেখে আসা যাক
এবার যদি আপনার কোনো কারণে মনে হয় যে কিছু এডজাসস্টমেন্ট করা দরকার , তাহলে তা আপনার পিকচার অনুযায়ী এডযাস্ট করে নিবেন । আর যদি তবুও কোনো সমস্যা হয় আমাকে পার্সোনালি ফেসবুক অথবা ইন্সটাগ্রামে নক দিতে পারেন ।
ধন্যবাদ আজ এপর্যন্তই । দেখা হবে পরবর্তী আর্টিকেল এ ।
ধন্যবাদ সবাইকে ।
শেষের দিকে এডযাসস্টমেন্ট লিখেছেন । ‘স’ দুইটা হয়ে গেছে । ‘এ পযন্ত’ একসাথে টাইপ করে ফেলেছেন ।