Site icon Trickbd.com

Vivo কোন দেশের কোম্পানি?এই কোম্পানির প্রতিষ্ঠাতা ও কিছু সেরা ভিভো ফোন এর তালিকা।

Unnamed

আসসালামুআলাইকুম।
সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। ট্রিকবিডির সাথে নিয়মিত থাকবেন, কারন এখানে সকল আপডেট সহজে জানতে পারেন। 

প্রতিবারের মতো আবারো একটি অজানা তথ্য নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। বর্তমানে এন্ড্রয়েডে ফোন কম-বেশি সবাই ব্যাবহার করে থাকি। অনেক কোম্পনির ফোন বাংলাদেশের বাজারে পাওয়া যায়। যার যে কোম্পানি পছন্দ সে ঐ কোম্পানির ফোন ব্যাবহার করে থাকে।

অনেকে জানে না যে এই কোম্পানি কোন দেশের বা সে কোম্পানির প্রতিষ্ঠাতা কে।

আজকে আপনাদের জানাব, বর্তমানে পরিচিত একটি মোবাইল ফোন ব্রান্ড ভিভো,
এটি কোন দেশের কোম্পানি? 
এই কোম্পানির প্রতিষ্ঠাতা কে?
ও এই কোম্পানির মালিক কে?

ভিভো,মার্কেটে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছে। 

Vivo কোম্পানির মালিক এবং CEO হলেন -(শেন ওয়েই) (Shen Wei) যিনি একজন চীনা নাগরিক।

শেন ওয়েই-২০০৯ সালে চীনে Vivo কোম্পানি প্রতিষ্ঠা করেন।

Vivo কোম্পানীর সদর দপ্তর ডংগুয়ান, গুয়াংডং চীনে।

ভিভো কে আজ বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্মার্টফোন সংস্থাগুলির মধ্যে একটি বলে মনে করা হয়।

ভিভো এর মূল সংস্থা হল BBK Electronics 

ভিভো হলো একটি Chinese electronics brand, যার মূল কার্যালয় রয়েছে, Dongguan এর মধ্যে যেটা China-তে অবস্থিত।

বাংলাদেশ সহ অন্যান্য দেশে ভিভো অনেক জনপ্রিয় অর্জন করেছে। বর্তমানে মার্কেটে ভিভো কোম্পানি এগিয়ে আছে।

ভিভো ২০১৪ সালে এশিয়া দেশগুলোতে প্রথম ব্যাবসা শুরু করে। তার পর ভিভোকে পিছনে তাকাতে হয় না।

বর্তমানে নামকরা মোবাইল কোম্পানি গুলোএ মধ্য একটি হলো ভিভো।

এখানে কিছু ভাল VIVO ফোনের মডেলের নাম দেওয়া হল :-

VIVO T1 5G – কম দামে সেরা ফোন। 

iQoo Neo 6 – Gaming এর জন্যে মাঝারী দামের ফোন। 

VIVO V21 – Selfie নেওয়ার জন্যে খুব ভাল। 

VIVO X60 Pro – ভাল ক্যামেরার জন্যে একে তিন নম্বরে রাখা যায়। 

VIVO V23 Pro – Selfie তোলার জন্যে একে দ্বিতীয় নম্বরে রাখা যায়। 

VIVO X80 Pro – সামগ্রিক ভাবে ভাল।

VIVO X70 Pro – সবচেয়ে ভাল Ultrawide ক্যামেরা। 

আজকে এ পযন্ত, পরবর্তী আপডেট এর জন্য অপেক্ষা করুন। 

ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।  

যেকোন প্রয়োজনে ফেসবুকে আমি-

Sk Shipon

ধন্যবাদ। 

Exit mobile version