Site icon Trickbd.com

[Android apps review] হালকা করে Windows 11 এর মজা নিয়ে নিন আপনার Android ফোন এই

হেলো বন্ধুরা কেমন আছো সবাই ?

আশাকরি ভালো আছো সবাই ।অনেক দিন পর ট্রিকবিডি তে লেখতে বসলাম ।ট্রিকবিডির পুরাতন ভিউয়ার হয়তো আমাকে চিনতে পারবে ।আসলে কাজের চাপ এ আর আগের মত পোস্ট ট্রিকবিডি তে করা হয়না ।তবুও ট্রিকবিডির সাথে আমাদের সবার একটা আলাদা টান আছে।

অনেক কথা বলে বোর করে দিলাম চলুন আসল পোস্ট এ ফিরি ।

আজকে আমি আপনাদের সবার সাথে একটি অ্যাপ্স এর পরিচয় করিয়ে দেবো যার মাধ্যমে আপনি একটু হলেও উইন্ডোজ ১১ এর ফিলিং নিতে পারবেন । অনেক মজার একটি অ্যাপ্স ।আসলে এন্ড্রয়েড এ উইন্ডোজ ১১ এর পুরো মজা নেওয়া ইম্পসিবল তবুও আপনি এইটা আপনার আশেপাশের বন্ধুরাকে দেখিয়ে আলাদা মজা নিতে পারবেন।

এ বিষয়ে কোনো পোস্ট পেলাম না সার্চ করে তাই পোস্ট টা করা

নিচে থেকে অ্যাপস টা ডাউনলোড করে নিন

DOWNLOAD NOW – WIN 11

অথবা আপনারা ডাইরেক্ট প্লেস্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন ।প্লেস্টর এ যেয়ে লিখুন Windows 11 . নিচে স্ক্রিনশট দেখুন

ডাউনলোড করা হয়ে গেলে ওপেন করুন তারপর নেক্সট এ ক্লিক দিন । নিচে স্ক্রিনশট দেখুন

তারপর ইন্সটল নাও তে ক্লিক করুন

তারপর Uprade this pc now তে ক্লিক করে next এ ক্লিক করুন

তারপর নিচের মতো ইন্সটলেশন প্রসেস দেখতে পাবেন ।ওয়েট করুন হয়ে গেলে Next এ ক্লিক দিবেন

তারপর ইউজার এগ্রিমেন্ট এ Accept দিয়ে এগিয়ে যান

তারপর Ready To Install এ Install এ ক্লিক দিয়ে Install এ ক্লিক দিয়ে দিন

এবার নিচের মতো প্রসেস হবে । ওয়েট করুন

প্রসেস হয়ে গেলে পিসির নাম চাইবে ।যেকোনো একটি নাম দিয়ে Next করুন

এইবার বুম্‌,,,,,,,,,,,,কাজ শেষ,দেখুন আপনার সামনে windows 11 এর একটি ইন্টারফেস চলে এসেছে ।।

আগেই বলে রাখি এইটা ধরতে গেলে একটা লাঞ্চার এর মতো তাই অবশ্যয় বেশি কিছু করতে পারবেন না । কিন্তু হ্যা উইন্ডোজ ১১ এর মতো একটু হলেও ফিলিং নিতে পারবেন আর তার জন্যই পোস্ট টি করা ।কোনো প্রব্লেম হলে কমেন্টে জানাতে ভুলবেন না।

পোস্ট টী ভালো লাগলো না খারাপ সেটাও কমেন্টে জানিয়ে দিয়েন । পুরা লেখাটাই পিসি দিয়ে লিখলাম তাই বানান ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আজ এ পর্যন্তই । সবাই ভালো থাকুন ধন্যবাদ ।

Exit mobile version