Site icon Trickbd.com

Google Search Operators (পর্ব-২) আপনার গুগল সার্চ অপারেটরস ও গুগল ওয়েবলাইট (স্বল্প Ad ও Fast ব্রাউজিং)

Unnamed

গত পর্বে ৮ টি অপারেটর এর ব্যবহার দেখিয়েছিলাম।

যারা গত পর্ব দেখেন নি, তার এই লিংকে যেতে পারেন- পর্ব-২

৯. শুধু টাইটেল এ খোজাঃ
এটা দিয়ে মুলত আপনার সার্চ করা শব্দ শুধু মাত্র কোনো পেজ বা আর্টিকেলের টাইটেলে খোজার জন্য।
এইটা দুই ধরণেরঃ allintitle: ও intitle:
দুইটার কাজ একই। কিন্তু পার্থক্য হলো যখন আপনি intitle ব্যবহার করবেন, তখন শুধু আপনার সার্চ করা লাইনের কমপক্ষে একটা শব্দ টাইটেলে পাবেন। কিন্তু যখন allintitle দিয়ে সার্চ করবেন, তখন আপনার সার্চ করা লাইনের প্রত্যেকটা শব্দই টাইটেল এ থাকবে এমন রেজাল্ট আসবে। আমি দুইটার ই ডেমো দিলাম।
যেমনঃ
intitle:trickbd official
allintitle:trickbd official

১০. ওয়েব অ্যাড্রেস এ খোজাঃ
এটার অপারেটর হলো allinurl: ও inurl:
হ্যা, এই অপারেটর ওয়েবসাইটের লিংকে শুধু ম্যাচ খুজবে।
এখানেও দুইটার কাজ একই। কিন্তু পার্থক্য হলো যখন আপনি inurl ব্যবহার করবেন, তখন শুধু আপনার সার্চ করা লাইনের কমপক্ষে একটা শব্দ লিংকে পাবেন। কিন্তু যখন allinurl দিয়ে সার্চ করবেন, তখন আপনার সার্চ করা লাইনের প্রত্যেকটা শব্দই লিংকে এ থাকবে এমন রেজাল্ট আসবে। আমি দুইটার ই ডেমো দিলাম।
যেমনঃ
inurl:trickbd official
allinurl:trickbd official

১১. একই সাথে পেজ ও সাইট লিংকে খোজাঃ
এটাকে ৯ ও ১০ নং অপারেটরের মিশ্রণ বলা যায়।
তবে এটার আরেকটা সুবিধা হলো আপনার সার্চ করা টেক্সট ওয়েব পেজ ও লিংকে তো খুজবেই, পাশাপাশি কোনো আর্টিকেলের লিংকেও এই টেক্সট খুজবে। এই অপারেটরও দুইটিঃ inanchor: ও allinanchor:
দুটোর পার্থক্য হলো যখন আপনি inanchor ব্যবহার করবেন, তখন শুধু আপনার সার্চ করা লাইনের কমপক্ষে একটা শব্দ লিংকে ও পেজ টাইটেলে পাবেন। কিন্তু যখন allinanchor দিয়ে সার্চ করবেন, তখন আপনার সার্চ করা লাইনের প্রত্যেকটা শব্দই লিংকে ও পেজ টাইটেলে এ থাকবে এমন রেজাল্ট আসবে। আমি দুইটার ই ডেমো দিলাম।
inanchor:trickbd ersiaa
allinanchor:trickbd ersiaa

১২. যেকোনো ওয়েবসাইটের ক্যাশে(ইন্ডেক্স) ভার্সন বের করুনঃ
এই অপারেটর হলো cache:
গুগল সব ওয়েবসাইটকে ক্যাশে আকারে ডাটাবেজে সংগ্রহ করে এবং সেখানে ওয়েবসাইট এর ৩ আকারে থাকেঃ full version (যেটা আমরা দেখি) , index version (যেটায় শুধু লেখা থাকবে), source (ওয়েবসাইটের সোর্স কোড দেখাবে)
ধরুন আমি ট্রিকবিডির ক্যাশে ভার্সন দেখবো।
তাহলে সার্চ বক্সে গিয়ে লিখবোঃ cache:trickbd.com
অ্যাড্রেস বারে এটা লিখলে কাজ করবে না।
নিচে দেখুন।

এছাড়াও allintext, intext, +, ~, stocks:, loc:, # সহ বিভিন্ন অপারেটর আছে যেগুলোর কাজ ২০১৭ এর পর থেকে এখন ডিফল্ট ভাবেই হয়, তাই সেগুলো ব্যবহারের প্রয়োজন পড়ে না।

এবার আসি Google Weblight (গুগল ওয়েবলাইট) এ।
গুগল ওয়েবলাইট গুগল কর্তৃক দেয়া এক সেবা যেটায় আপনি বড় ও ভারী (ভারী বলতে বেশী মিডিয়া যুক্ত বুঝাইছি) ওয়েবসাইট এর লাইট ভার্সন দেখতে বা ব্যবহার করতে পারবেন। এতে সুবিধা হলো ওয়েবসাইট তুলনামুলক বেশি দ্রুত লোড নিবে এবং ডাটা কম কাটবে। তবে অসুবিধা হিসেবে আপনি ছবি গুলো লো-কোয়ালিটির পাবেন এবং ওয়েব ইন্টারফেস ভিন্ন পাবেন।
সবচেয়ে বড় সুবিধা হলোঃ কোনো এড শো করবে না (কিছু কিছু ওয়েবসাইটে হয়তো শো করবে, কিন্তু সেটাও খুবই নগন্য পরিমাণে)

এটা ব্যবহারের নিয়ম হলোঃ
http://googleweblight.com/i?u=ওয়েবসাইট অ্যাড্রেস

আমি এখন ট্রিকবিডির লাইট ভার্সন এ ঢুকে দেখাই।

http://googleweblight.com/i?u=trickbd.com

দেখুন, ইন্টারফেসে একটু পরিবর্তন দেখতে পাবেন, আর ছবি গুলার কোয়ালিটি একটু বাজে পাবেন। কিন্তু কোনো প্রকারের কোনো এড শো করছে না।



এ পর্যন্তই।

ভালো থাকবেন, সুস্থ থাকবেন।