Site icon Trickbd.com

যেভাবে ডুয়েল অডিও ব্যবহার করবেন জেনে নিন! (নতুনদের জন্য শুধুমাত্র)

Unnamed

আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।


আমরা অনেকেই আছি সিনেমা বা সিরিজ দেখতে খুব পছন্দ করি। এই জন্য অনেক সিনেমা বা সিরিজ ডাউনলোড করে দেখি।

আমরা মূলত বিভিন্ন OTT platform এর কনটেন্ট গুলো দেখি, কিন্তু দেখা যায় বেশির ভাগ কনটেন্ট আমাদের বুঝতে অসুবিধা হয়।

এই জন্য আমরা যাতে বুঝতে পারি এই জন্য সাবটাইটেল ডাউনলোড করি বা অনেকেই ডুয়েল অডিও ডাউনলোড করি।

যাতে আমাদের কনটেন্ট টি দেখতে সুবিধা হয়। কিন্তু অনেকেই আছেন যারা ডুয়েল অডিও ডাউনলোড করে দেখতে পারেন না ।

অনেকেই আছেন যারা জানেন না কিভাবে আপনারা আপনাদের ফোন এর ভিডিও প্লেয়ার ব্রাউজার দিয়ে কিভাবে ডুয়েল অডিও তে আপনার পছন্দের কনটেন্ট দেখবেন।

আজকে আমি দেখিয়ে দিবো কিভাবে আপনার ফোন এর ব্রাউজার দিয়ে ডুয়েল অডিও তে আপনার পছন্দের কনটেন্ট দেখবেন।

(বি. দ্র. আমরা প্রায় সকলেই জানি কিভাবে ডুয়েল অডিও তে ভিডিও প্লে করতে হয়। এটা শুধু মাত্র যারা জানেন না তাদের জন্য, সুতরাং কেউ বাজে মন্তব্য করবেন না। যারা জানেন তারা পোস্ট ইগনোর করতে পারেন তবুও খারাপ মন্তব্য করবেন না।)

ডুয়েল অডিও প্রায় সকল ভিডিও প্লেয়ার অ্যাপস দিয়ে করা যায়। আমি আপনাদের play it অ্যাপস দিয়ে দেখাবো।

যাদের play it অ্যাপস টি নেই তারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন বা এই লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

প্রথমে play it থেকে আপনার ডাউনলোড করা যেকোনো ডুয়েল অডিও সম্বলিত একটি ভিডিও তে ক্লিক করুন।

এইবার আপনি উপরে দেখানো থ্রি ডট আইকন টি তে ক্লিক করুন।

Audio track লেখাতে ক্লিক করুন।

এইবার এইখানে দেখতে পারবেন আপনার ভিডিও টি কত টি ভাষায় অনূদিত হয়েছে। আপনার পছন্দের মত ভাষা সিলেক্ট করে দিন ।

এইবার দেখতে পারবেন আপনার কাঙ্খিত ভিডিও টি আপনার দেওয়া ভাষা অনুযায়ী চলছে।

( আমি আবারও বলছি এই পোস্ট টি শুধু মাত্র নতুন দের জন্য, তাই কেউ বাজে মন্তব্য করবেন না)

তো, বন্ধুরা এইসব কিছু যদি আপনি সঠিকভাবে করতে পারেন অবশ্যই আপনি আপনার মোবাইল ফোন দিয়ে ডুয়েল অডিও এর সকল কনটেন্ট দেখতে পারবেন।

ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে পোস্ট টি পড়ার জন্য। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।