Site icon Trickbd.com

Android ফোনে অফলাইনে php এবং mysql. xampp এর মতো Android ফোনে অনেক সহজেই php রান করুন।

Unnamed

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আচ্ছালামু আলাইকুম,
আমরা অনেকেই আছি যারা Android ফোন এ কোড করি‌‌‌ । ‌এন্ড্রয়েড ফোনে কোড করতে গেলে অনেক সময় অনেক সমস্যায় পরতে হয়।তেমনি একটা সমস্যার সমাধান নিয়ে আজকের এই পোস্ট।

আমরা যারা PHP নিয়ে কাজ করি এবং সাথে DATABASE এর জন্য mysql ব্যাবহার করি তারা PHP কোড রান করার জন্য সাধারণত পিসি ইউজাররা xampp এপটি ব্যাবহার করি। কিন্তু Android ইউজাররা অনেকেই php কোড রান করার জন্য ফ্রী অথবা পেইড হোস্ট কিনি।যা অনেক সময়সাপেক্ষ এবং ইন্টারনেট কানেকশন না থাকলে কাজ করা যায় না।

তাই আজকে এমন একটি ANDROID APP নিয়ে আলোচনা করবো যেটি দিয়ে আপনি অফলাইনেও PHP রান করতে পারবেন।অর্থাৎ আপনার ফোনকে localhost হিসেবে ব্যাবহার করতে পারবেন এমনকি এই এপ ব্যাবহার করে wordpress ইনস্টল করা সম্ভব।

App টি প্লে স্টোরে পাওয়া যাবে।

App details:

App name : Awebserver
Size : 51mb
Required OS : Android 4.4 or up
Download : click here

যেভাবে ব্যাবহার করবেনঃ

১.প্রথমে উপরে থাকা ডাউনলোড লিংক থেকে অথবা প্লে স্টোরে ” AwebServer ” লিখে সার্চ করে এপটি ইনস্টল করে নিন।

২.এপটি ওপেন করুন।(প্রথমাবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।


৩.এরপর পারমিশন চাইলে Allow করে দিন তারপর screenshot এর মতো সিলেক্ট বাটনে ক্লিক করে যেখানে আপনার PHP ফাইলগুলো রাখবেন ওই ফোল্ডারটি সিলেক্ট করে দিন।আমি others নামের ফোল্ডারটিতে .php ফাইল রাখবো তাই আমি এটা সিলেক্ট করে দিলাম।


৪.তারপর এপটা exit করে আবার ওপেন করুন।তারপর start এ ক্লিক করুন।


৫.এরপর Address এ একটা লিংক আসবে ওইটাতে ক্লিক করলে যে ফোল্ডারটি কিছুক্ষণ আগে সিলেক্ট করেছিলাম ওইটি ব্রাউজারে ওপেন হবে।ওই ফোল্ডারে index.html,index.htm,index.php নামের ফাইল থাকলে তা ওপেন হবে নইতো ওই ফোল্ডারে থাকা ফাইলগুলো দেখাবে এবং কোনো php ফাইল থাকলে তা রান করা যাবে।

phpmyadmin server যেভাবে স্টার্ট করবেনঃ

এখন দেখবো কীভাবে phpmyadmin server start করবেন এবং phpmyadmin এ লগ ইন করবেন।
১.আগের মতো এপটি ওপেন করি এবং webserver start করি।তারপর স্ক্রিনশট এ দেখানো জায়গায় ক্লিক করে স্টার্ট এ ক্লিক করি।এখন mariadb sql server START হবে।


২. “mariaDB sql server” start হয়ে গেলে একটা Admin Url এ একটা লিংক আসবে। ওই লিংকটাতে ক্লিক করলে phpmyadmin log in page আসবে।


বিঃ দ্রঃ ডিফল্ট mysql ইউজারনেম হলো root এবং পাসওয়ার্ড হলো root।
এভাবে এনড্রয়েড ফোনে php এবং mysql রান করাতে পারবেন।

এবং এই এপ ব্যাবহার করে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে সে বিষয়ে পোস্ট লাগলে কমেন্ট করে বলতে পারেন।
আপনাদের সাড়া পেলে আগামী পোস্টটা অবশ্যই এন্ড্রয়েড ফোনে অফলাইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা নিয়ে করবো ইনশাল্লাহ।

আর পোস্ট বুঝতে অসুবিধা হলে বা পোস্টে কোনো ভূল থাকলে কমেন্ট করে বলতে পারেন । ধন্যবাদ ।
me on facebook