Site icon Trickbd.com

যেকোনো ফোনে Always On Display Set করুন তাছাড়াও Edge Lighting তো থাকছেই একই অ্যাপ এ

How to set always on display

হেলো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ?

আশাকরি ভালোই আছেন ।চলে এলাম দারুন একটা পোস্ট নিয়ে ।আশাকরি আপনাদের সবার কাজে লাগবে ।বিশেষ করে যারা ফোন কে বিভিন্ন নতুন নতুন লুক দিতে চান তাদের অনেক কাজে লাগবে ।আজকের পোস্ট এ আমরা একটি অ্যাপ দিয়ে যেকোনো ফোনে Always On Display Set করতে পারবেন তাছাড়াও Edge Lighting তো থাকছেই একই অ্যাপ এ ।

ভুলভাল কমেন্ট করার আগে –

* কোন পোষ্টে আজেবাজে কমেন্ট করবেন না। *
আপনি যদি আগে থেকেই এই ব্যাপারে জেনে থাকেন তাহলে পোস্ট টা ইগনোর করে চলে যান ,কারন সবার জানার অধিকার আছে
পোস্ট পুরো না পড়ে ভুলভাল কমেন্ট করবেন না
আর পোস্টে আজেবাজে কমেন্ট করে পোস্ট দাতার পোষ্ট করার আগ্রহ কমিয়ে দেবেন না।

চলুন শুরু করিঃ

প্রথমে নিচে থেকে অ্যাপ টি ডাউনলোড করুন এবং ওপেন করুন

DOWNLOAD ORIGINAL APK – PLAYSTORE

DOWNLOAD MOD APK – Telegram [ড্রাইভ এ মডিফাইড অ্যাপ থাকছেনা] [আপনারা চাইলে Telegram থেকে ডাউনলোড করতে পারেন নাহলে ফুল ইগনোর করুন]

এবার Draw over apps এ ক্লিক করে পারমিশন দিন

এবার এইখানে Allow Display Over Other Apps এই অপশনটি অন করে দিন

এবার একে একে Music Overlay এবং Aod (AOD=Always On Display) Notification এই দুইটা অপশন চালু করে দিন

প্রথমে Music পারমিশন দিন

এবার Notification পারমিশন দিন

তাহলেই দেখবেন আপনার চারিদিকে ডিস্প্লে তে Edge Lighting চালু হয়ে গেছে ,এবার নিচে ২য় নাম্বার AOD তে ক্লিক করুন

তাহলেই দেখবেন অনেক সুন্দর সুন্দর Always On Display স্ক্রিন আপনার সামনে চলে এসেছে

এগুলোর মধ্যে থেকে আপনার যেটা পছন্দ ওইটাতে ক্লিক করুন , আমি একটাতে ক্লিক করলাম

এবার শুধু Apply তে ক্লিক করুন

ব্যাস তাহলেই হয়ে গেলো

তাছাড়াও অ্যাপটি থেকে আপনারা বিভিন্ন রকমের EDGE LIGHTING EFFECT সেট করতে পারবেন

 

আশাকরি আপনারা সবাই এই পোস্ট টি বুঝতে পেরেছেন ।আমি সব বুঝিয়ে বলেছি।তারপরও কেউ যদি বুঝতে না পারেন তাহলে পোস্ট টি আরেকবার মন দিয়ে পড়তে পারেন আর নাহলে কমেন্ট করতে পারেন ।

নিত্য নতুন টেক পোস্ট পেতে চাইলে আমার সাইট থেকে ঘুরে আসতে পারেনঃ Click Here

[বিঃদ্রঃ আমার পোস্ট টা আমার অনুমতি ছাড়া Trickbd.com এবং আমার নিজের সাইট এর বাইরে পোস্ট করা সম্পূর্ণ নিষেধ]

ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।

Exit mobile version