Site icon Trickbd.com

Andorid এর জন্য চমৎকার একটি বাংলা কীবোর্ড, নির্ভুল ভাবে লেখা এখন আরো দ্রুত।

Unnamed

আস্সালামু আলাইকুম, সবাই আশা করি ভালোই আছেন, অনেক দিন পর আজ লিখতে বসলাম। যদিও এই পোস্ট টা আহামরি কিছু না, খুবই বেসিক একটা বিষয়, তারপরেও মনে হলো শেয়ার করলে অনেকের উপকার হতে পারে।
,
,
টাইটেল দেখে তো বুঝেই গেছেন আসলে আজকে কি নিয়ে লিখতে চলেছি, সত্যি বলতে আসলে লেখার তেমন কিছুই নেই। আজ শুধু একটা এপপ্স এর সাথে আপনার পরিচয় করায়ে দিবো যেটা দিয়ে আপনি অনেক তাড়াতাড়ি বাংলা টাইপ করতে পারবেন, আরো পাবেন কীবোর্ড থিম, স্টিকার সহ অনেক রকম ফিচার । আমরা যারা মোবাইল এ লেখালেখি করতে চাই কিন্তু বাংলা ওয়ার্ড গুলা খুঁজে খুঁজে লেখা অনেক বেশি কষ্টের এবং অনেক বেশি সময় এর দরকার, আচ্ছা কেমন হয় যদি আপনার লেখাটা অনেক তাড়াতাড়ি আর নির্ভুল ভাবে লিখতে পারেন! অনেক ভালো হয় তাই নাহ?
,
,
So কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই এই লিংকে https://m.apkpure.com/bangla-keyboard/com.bangla.keyboard.for.android

অথবা প্লেয়ার স্টোরে পাবেন এই এপপ্স টি।

“Desh keyboard” লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন।

ইনস্টল করার পর আপনাকে বাংলিশ এ লিখতে হবে, সেইটা অটোমেটিক বাংলা লেখা হয়ে যাবে, এবং কীবোর্ড এর ওপরে অনেক সাজেশন আসবে এতে করে অনেক তাড়াতাড়ি বানান ভুল না করেই আপনি লিখতে পারবেন।

এছাড়াও অনেক ইমোজি পাবেন

থিম চেঞ্জ সহ বেশ কিছু ফিচার পাবেন


,
,
তাহলে দুমছে চালাইতে থাকেন দেশ কীবোর্ড,

আশা করি সবার ভালো লাগবে, এই পুরো লেখা টা দেশ কীবোর্ড দিয়েই লিখলাম। ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টস এ জানাবেন।