আসসালামুআলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। Trickbd এর সাথে সবাই নিয়মিত থাকবেন,যাতে সকল প্রকার আপডেট পেতে পারেন।
ডিজিটাল এই যুগে আমরা সবাই স্মাটফোন ব্যাবহার করে থাকি। কিন্তু স্মার্টফোন ব্যাবহার করতে গেলে আমাদের নানা সমস্যায় পড়তে হয়। সমস্যা হলে তার সমাধান ও কিন্তু আছে। আজকে অসাধারণ একটি সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। মনোযোগ সহকারে পুরো আর্টিক্যালটি পড়ুন।
আমাদের সখের স্মার্টফোনটি অনেক সময় দেখা যায়,পানিতে পড়ে যায়। আবার অনেক সময় আমাদের স্মার্টফোনটির স্পিকারের ভিতর সক্ত কোনো কিছু ঢুকে পড়ে৷ এজন্য আমাদের সার্ভিসিং পয়েন্টে যেতে হয়।অনেক টাকা খরচ পড়ে যায়।
আজকে আপনাদের কে দেখাব, আপনার স্মার্টফোনটি সার্ভিস পয়েন্টে না গিয়ে কিভাবে সহজে স্পিকারের ভিতর পানি ঢুকলে ও স্পিকারের ভিতর শক্ত কিছু ঢুকলে বের করবেন।
আপনার ফোনটিতে শুধু মাত্র একটি ওয়েবসাইটে গিয়ে ফিক্সট করবেন আপনার স্মার্টফোনটির স্পিকার। কথা না বাড়িয়ে শুরু করা যাক,
আপনার স্মার্টফোনটির স্পিকারের ভিতর পানি ঢুকলে বা শক্ত কোনো কিছু ঢুকলে যেভাবে ফিক্সট করবেনঃ-
আপনার স্মার্টফোনটিতে অবস্যই নেট কানেকশন থাকতে হবে।
তার পর নিচের স্কীনসট অনুযায়ী গুগলে প্রবেশ করবেন
তার পর Fix my speakarএটা লিখে সার্চ দিবেন
তারপর দেখানো জায়গায় ক্লিক করবেন
তার পর মোবাইল এর সাউন্ড ফুল রেখে
এখানে ক্লিক করবেন,
দেখবেন, সাউন্ড হবে। এবং আপনার স্পিকারের ভিতর থেকে পানি ও অন্যান্য শক্ত কিছু থাকলে বের করে দেবে। অনেকের কাজ হয় না,তবে বেশির ভাই ই কাজ হয়।
এভাবে আপনার স্মার্টফোন এর স্পিকারের ভিতর পানি বা শক্ত কিছু ঢুকলে বের করবেন।
আজকে এপযন্ত, আবারো দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে।
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
- যেকোন প্রয়োজনে,
- ফেসবুকে আমিঃ-
- ধন্যবাদ।