• আসসালামুআলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। Trickbd এর সাথে সবাই নিয়মিত থাকবেন,যাতে সকল প্রকার আপডেট পেতে পারেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই যুগে আমরা স্মার্টফোন বেশির ভাগ লোকজন ব্যাবহার করে থাকি। কম্পিউটার এর অনেক কাজ এখন আমরা ঘরে বসে আমাদের এন্ড্রয়েড ফোনের মাধ্যামে করতে পারছি।

এক সময় ছিল যখন কম্পিউটার রাখার জন্য অনেক বড় ঘর লাগতো। ডিজিটাল এই যুগে এখন ছোট্ট একটি স্মার্টফোন দিয়ে সবকিছু করা সম্ভব। ছোট-বড় এখন সবার হাতে স্মার্টফোন রয়েছে। আজকে আপনাদেরকে দুটি চমৎকার এন্ড্রয়েডের ট্রিকস দেব।

আমাদের হাতে থাকা এন্ড্রয়েড ফোন দিয়ে অনেক কাজ আছে আমরা করতে পারি। আবার এমন অনেক কাজ আছে আমরা করতে পারি না বা বুঝি না।

কথা না বাড়িয়ে শুরু করা যাক,

১) মোবাইল দিয়ে প্রিন্টিং করাঃ-

আমার শেয়ার করা এন্ড্রয়েডের প্রথম ট্রিক হলো মোবাইল দিয়ে প্রিন্টিং করা। আপনারা অনেকে অনেক ডকুমেন্টস কম্পিউটার এর দোকানে গিয়ে প্রিন্ট করে বের করে এনেছেন।এখন সে কাজ যদি মোবাইল দিয়ে করা যায় তাহলে কেমন হয়?
প্রযুক্তির অগ্যযাত্রার ফলে এখন ঘরে বসে প্রায় কাজ ই অনায়াসে করা সম্ভব।
মোবাইল দিয়ে প্রিন্টিং করার জন্য, প্রথমে আপনার একটি প্রিন্টার এর প্রয়োজন হবে, ডাটা কেবল,ওটিজি ক্যাবল ও একটি এন্ড্রয়েড ফোনের দরকার হবে।

তার পর সেটিংস এ গিয়ে খুজে বের করবেন বা সার্চ করবেন Printer

তার পর 

তারপর এখানে

ব্যাস! এবার আপনার প্রিন্টারের নাম ও মডেল অনুযায়ী এপ্স ডাউনলোড করে নিবেন।

এবং কম্পিউটারের দোকানে না গিয়ে আপনি ইচ্ছা করলে ঘরে বসে প্রিন্ট করে ফেলতে পারেন যেকোন ডকুমেন্টস। 

২) দ্বিতীয় ট্রিকস হলো one-handed Mood, আমাদের হাতের এন্ড্রয়েড ফোনটি অনেকের অনেক বড় মাপের হয়ে থাকে।

যে কারনে এক হাতে ব্যাবহার করতে অনেক সমস্যা হয়ে থাকে।
অনেক সময় দুই হাতে আমাদের এন্ড্রয়েড ফোন ব্যাবহার করতে সমস্যা হয়ে থাকে। দুই হাতে এন্ড্রয়েড ফোন ব্যাবহার এর মুক্তি পাওয়ার জন্য এই One-handed Mood দেয়া হয়েছে।

ঠিক এমন হয়ে যাবে স্মার্টফোন এর স্কীন,যাতে এক হাতে সহজে ব্যাবহার করা যায়

সেটিংস এ গিয়ে দেখবেন,এই অপশন টা মুলত নতুন সকল স্মার্টফোনে দেয়া আছে, পুরাতন ফোন গুলোতে না ও থাকতে পারে।

 

আজকে এপযন্ত, আবারো দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে।
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

  • যেকোন প্রয়োজনে,
  • ফেসবুকে আমিঃ-

Sk Shipon

ধন্যবাদ। 




11 thoughts on "এন্ড্রয়েড ফোনের দুটি চমৎকার ট্রিকস,দেখে নিন কাজে লাগতে পারে।"

  1. এসব বেসিক জ্ঞান যেকোনো স্মার্টফোন ইউজারেরই জানা থাকে, এটা নিয়ে পোস্ট করার দরকার ছিলনা।

    আর কারো ঘরে প্রিন্টার থাকলে দোকান থেকে কখনো প্রিন্ট করতো না, প্রিন্টার নাই বলেই দোকানে যেতে হয়!!! ???

  2. MD Rakib Mia says:
    অনেক অনেক দিন আগে থেকেই জানি।
    তবে যারা জানে না তাদের জন্য উপকারি হবে।
    1. Abdullah Junayet Contributor says:
      আমি মনে করি ,এটা কেও না জানলেও সমস্যা হবে না
  3. TAHER Author says:
    এগুলো সবাই জানে।
    আরও এডভান্স কিছু লিখুন।
  4. MD Shakib Hasan Author says:
    Advance কিছু লিখেন
  5. Mohammad Saif Hasan Contributor says:
    ভাই এগুলো বেসিক। প্রায় সবাই জানে। নতুন ট্রিক শেয়ার করবেন।
  6. vromonkal.com Contributor says:
    আসলেই কাজের ধন্যবাদ
  7. অপ্রয়োজনীয় পোস্ট।

Leave a Reply