Site icon Trickbd.com

Android> এন্ড্রয়েড মোবাইল থেকে বাংলা লেখার সেরা সফটার।

Unnamed

আসসালামু আলাইকুম……… কেমন আছেন সবাই,আশা করি ভালোই আছেন,এবার কাজের কথাই আসি,অাপনারা যারা এন্ড্রয়েড মোবাইল ব্যাবহার করছেন,তারা অনেকে ই জানেন এন্ড্রয়েড মোবাইলে দিয়ে বাংলা লিখা যায়,অনেকে লিখতে জানলেও সেটিং করতে পারেন না,কারন লিখা যতো সহজ,সেটিং করা অনেক কঠিন কাজ,আমার এই পোস্টি শুধু তাদের জন্য,যাক এবার দেখুন কি ভাবে সেটিং করবেন,প্রথমে,গুগল প্লে স্টোর থেকে সার্স করুন এখান থেকে ডাউনলোড করুন ডাউনলোড করা হয়ে গেলে,ইনিস্টল করুন, মোবাইল এর সেটিং খুজে বের করুন,ছবি টা দেখুন Language and input সিলেট করুন, রিডমিক কিবোর্ড এ টিক দিয়ে দিন,রিডমিক কিবোর্ড লেখার ডান পাশে একটা গোল চাকার মতো আছে ,আপনার ইচ্ছে মতো সেটিং করে নিন এবং সব শেষে Default লিখাতে সিলেট করুন ছোট একটা সবুজ টিক দিয়ে দিন,কাজ শেষ এবার আরামছে বাংলা লিখুন,ভালো লাগলে লাইক কিংবা কমান্ড করুন,আল্লাহ্‌ হাফেজ।