Site icon Trickbd.com

আপনি কি ইংলিশ শিখতে চান “সূত্রের সাহায্যে ইংরেজি শেখা “। নিয়ে নিন Android এর চরম একটি app…

Unnamed

টিউন পড়ার আগে কয়েকটি
উপদেশ♪♪♪♪♪♪♪♪♪♪♪♪
ভাববেন না ~~
এগুলো আমি দিচ্ছি না।।
এগুলো কিছু বিখ্যাত মানুষদের।।।
এগুলো পড়লে খুব ভালো লাগবে।।
।এবং এগুলো পড়লে টিউন পড়তে
আপনাকে আগ্রহী করবে।।
so আগে উপদেশ কয়টি
পড়ে নিন →→→↓↓↓↓
★ আগুনকে যে ভয় পায়, সে আগুনকে
ব্যবহার করতে পারে না ≠≠≠ ≠≠≠
★ অর্থহীন সহস্র বাক্য অপেক্ষা
একটিমাত্র সার্থক বাক্য যা শুনে
লোকে শান্তি লাভ করে তাই
শ্রেয় ≠≠≠ ≠≠≠
★ যা তুমি নিজে করো না বা
করতে পারো না, তা অন্যকে
উপদেশ দিও না ≠≠≠ ≠≠≠
★ অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে
খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে
চলুন ≠≠≠ ≠≠≠
★ জগতে শত্রুতার দ্বারা কখনো
শত্রুতার উপশম হয় না, মিত্রতার
দ্বারাই শত্রুতার উপশম হয় ≠≠≠ ≠≠≠
★কাউকে জ্ঞান বিতরণের আগে
জেনে নিও যে তার মধ্যে সেই
জ্ঞানের পিপাসা আছে কি-না।
অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা
হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর
সাথে জবরদস্তি করা যায়, মানুষের
সাথে নয়। ≠≠≠ ≠≠≠
সুপ্রিয় ★Trickbd.com★ সবাই কেমন
আছেন?
অাশাকরি সবাই ভালোই অাছেন?
অার ভালো থাক বেন বাই না কেন
Trickbd এর মত এমন একটি
সাইটের সাথে থাকলে ভালো

থাকা অনিবার্জ।
অাপনাদের আশীর্বাদে অামিও
মোটামুটি ভালো অাছি।।
আমি trickbd এ আছি অনেকদিন
প্রায়!
এর অাগেও অামি অাপনাদের
সাথে বেশকিছু
টিউন শেয়ার করেছি।।।
জানিনা আপনাদের ভালো
লেগেছে কিনা।।
কিন্তু আমি অাশাকরি অাপনারা
আমার টিউনগুলো পছন্দ করেছেন।।।
প্রতিবারের মত অাজ অামি
অপনাদের জন্য নিয়ে এলাম
একটি ভিন্ন ধরনের টিউন।।।
কথা বাড়িয়ে আর লাভ নাই।।
তাহলে শুরু করা যাক→→→→→→→→
↓↓↓↓↓↓↓↓ ↓↓↓↓↓↓↓↓ ↓↓↓↓↓↓↓↓ ↓↓↓↓↓↓↓↓
↓↓↓↓↓↓↓↓ ↓↓↓↓↓↓
জীবনে চলার পথে অনেক কিছুই না
শিখতে হয় আমাদের। অনেকে কথা
বলার মধ্যে ২/১ টি ইংরেজি বলে
কত কিছুই না করে ফেলছে। আর
আপনি লজ্জায় কথা বলতে পারছেন
না। নিজেকে স্মার্ট করার জন্য
এটা আপনার অত্যান্ত দরকার। তাই
আপনাদের জন্য আমার এই প্রচেষ্টা
“সূত্রের সাহায্যে ইংরেজি
শেখা “।
আপনি কি ইংলিশ শিখতে চান ?
এখনি ইনস্টল করুন “সূত্রের সাহায্যে
ইংরেজি শেখা “।
খুব দারুন এক্টা app
তাহলে আর দেরি না করে
ডাউনলোড করুন।।
ডাউনলোড
শেষ কথা : – আজ এই পযন্ত
সর্বশেষে আমি বলবো যে,
টিউনটি যদি আপনাদের ভালো
লেগে
থাকে তাহলে আমাকে একটু
জানাবেন~
অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা
হয় তাহলে আমাকে টিউমেন্টের
মাধ্যমে জানাতে ভুলবেন না।
আপনাদের একটি টিউনমেন্ট
আমাকে আরও টিউন করতে
আগ্রহী করে তুলবে।
আশা করি আগামীতে
আপনাদেরকে
আরোও ভালো মানের টিউন উপহার
দেওয়ার চেষ্টা করবো।
আরেকটা কথা আমার *pc* নাই
so সবকিছুই ★Android★
দিয়ে করতে হয় তাই সর্বশেষ
যে কথাটি বলবো সেটা হলো,
আসুন আমরা কপি পেস্ট করা বর্জন
করি এবং অপরকেও কপি পেস্ট টিউন
করতে নিরুৎসাহিত করি। আপনাদের
সকলের শুভকামনা করে আজকে
এখানেই শেষ করছি।যাদের
Trickbd একাউন্ট নেই তাদের
টিউনটি বুঝতে কোন অসুবিধা হলে
আমাকে ফেসবুকে জানাতে
পারেন। আমি যতটুকু পারি
আপনাদেরকে সহযোগীতা করার
চেষ্ঠা করবো।।
আমাকে যদি দরকার লাগে
তাহলে যোগাযোগ করতে
পারেন।।
ফেছবুকে আমি

TipsaLL24.Com আমাদের সাইটে একবার ঘুরে আসুন।