আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

আমরা প্রায় সকলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এর ফোন গুলো ব্যাবহার করে থাকি,, কিছু সংখ্যক মানুষ আজও ফিচার ফোন ব্যাবহার করেন।

আবার অনেকে আছেন তারা অ্যাপল এর আই ফোন ব্যাবহার করেন,, তবে বেশির ভাগ ব্যাবহারকারী অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করেন।

অনেক দিন ধরেই শুনা যাচ্ছে যে , অ্যান্ড্রয়েড এর মধ্যে বেশ কিছু পরিবর্তন আসবে,, এবং গ্রাহকদের জন্য ভালো সুবিধা আমার জন্য এইসব পরিবর্তন আসবে।

তো অ্যান্ড্রয়েড এর জন্য এইবার অনেক গুলো নতুন ফিচার আনতে পারে গুগল,, তো চলুন জেনে আসি কি কি পরিবর্তন আসবে।

এইসব ফিচার গুলোর বড় সুবিধা হলো সকল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এর ফোন গুলোতে কাজ করবে।

গুগল মিট

এইবার থেকে গুগল মিট থেকে নয়েজ ক্যানসেল সিস্টেম টি চালু করা হবে,, যার জন্য কথা বলার সময় ,, বাইরের অযথা শব্দ এসে
সমস্যা এর সৃষ্টি করবে না।

গুগল কিপ

এই অ্যাপ এর মাধ্যমে গুগল এর সকল নোট বা পিডিএফ গুলো কোনো প্রকার সমস্যা ছাড়াই ইউজ করতে পারবেন। কোন সমস্যা তে পড়তে হবে না।

গুগল ড্রাইভ

গুগল ড্রাইভ এ এইবার স্টাইলিশ বিভিন্ন বিষয় গুলো অ্যাড করতে পারবেন,, খুব সহজে তথ্য অ্যাকসেস করতে পারবেন ব্যবহারকারীগণ।

গুগল ক্রোম


এইবার থেকে গুগল ক্রোম এর মাধ্যমে দ্রুত সব কিছু তথ্য পাওয়া যাবে সার্চ এর মধ্যে,, সব সময় সেফ সার্চ চালু থাকবে।

মূলত এইবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এর মধ্যে এইসব পরিবর্তন গুলো আনতে চলেছে,,

এই বছর এর শেষ নাগাদ এইসব পরিবর্তন আনবে অ্যান্ড্রয়েড এর জন্য গুগল।

তো বন্ধুরা এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য, trickbd এর সাথেই থাকুন।

যেকোনো প্রয়োজনে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

6 thoughts on "অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এ যেসব নতুনত্ব আনছে গুগল জেনে নিন!!"

  1. Md Liton Contributor says:
    এইগুলা নাকি পরিবর্তন????
    ???
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      জ্বি
  2. RC007 Contributor says:
    Chrome use kore comment kora ami, ?

    Egula new ke bolche apnake vai

    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      গুগল এর তথ্য এইগুলোই বলে ভাই
  3. এই যে যদি হয় নতুন কিছু, তাইলে পুরাতন কিছু তো ছিলোই না….
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      সেটা গুগল আপডেট আনছে ভাই আমি না তো

Leave a Reply