আশা করি আল্লাহ তায়ালার রহমতে সবাই ভালো আছেন। সবাইকে রমজানের শুভেচ্ছা। আশা করি আল্লাহ তায়ালা এই রমজান মাসে সবার গুনাহ মাফ করে দেন এবং মনের বাসনা পূরণ করে দেন। আমিন
তো এবার আসল কথা আশা যাক। বর্তমান সময়ে কমবেশি সবার হতেই স্মার্টফোন রয়েছে। ভালো ফোনে ভালো ফটোগ্রাফি করা যায় কিন্তু অনেক সময় ফটো গুলো কে এডিট করার প্রয়োজন পড়ে আবার অনেক সময় ফটো কোয়ালিটি খারাপ হওয়ার কারণে সেগুলো এডিট করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে।
অনলাইনে ফটো আপলোড করতে তো সবাই পছন্দ করেন। এবং এর জন্য নিজের ফটোকে এডিট করে আরো যথাযথ সুন্দর করার ও প্রয়োজন পড়ে।
এর ক্ষেত্রে Photoshop এর মত অনেক ভালো ভালো সফটওয়ার রয়েছে।আমরা এই পোস্টে মোবাইল এডিটিং নিয়ে কথা বলবো।
এডিট করার জন্য অনেক অ্যাপস ই রয়েছে playstore এ। কিন্তু Picsart, Snapseed, Lightroom এদের মধ্যে সব থেকে জনপ্রিয় অ্যাপস।
এই এপস গুলো ইউজ করতে পারলে যেকোনো ফটো কে অনেক সুন্দর এডিট করা সুন্দর। কিন্তু playstore এ এই অ্যাপস গুলোর ফ্রী ভার্সন রয়েছে। সব গুলো ফিচার ব্যাবহার করার জন্য আপনাকে নিতে হবে প্রিমিয়াম ভার্সন। কিন্তু প্রিমিয়াম ভার্সন নিতে গেলে অনেক টাকা দিয়ে নিতে হয়। যার ফলে অনেকেই সব ফিচার গুলো উপভোগ করতে পারেন না।
আজকে আমি আপনাদের এই অ্যাপস গুলোর প্রিমিয়াম ভার্সন দিবো তাও ফ্রীতে।
নিচে সব গুলো অ্যাপস এর প্রিমিয়াম ভার্সন দেওয়া হলো। ডাউনলোড করে নিন।
এখন চলুন এই অ্যাপস গুলো নিয়ে কিছু বিস্তারিত বলা যাক।
Lightroom:-
এই অ্যাপস এর মাধ্যমে আপনি ফটো তে কালার পরিবর্তন, ফটোতে smoothness বাড়ানো – কমানো, Sharpness বৃদ্ধি,ফটো তে লাইট কম বেশি ইত্যাদি করতে পারবেন। কিন্তু প্রফেশনাল রা মূলত এই অ্যাপস টি কালার গ্রেডিং এর ক্ষেত্রে ব্যাবহার করে থেকে। এর প্রিমিয়াম ভার্সন এর মাধ্যমে আপনি যা যা করতে পারবেন।
Picsart:-
এটি অনেক জনপ্রিয় একটি অ্যাপস। এটি অনেক ইউটিউবার দের দেখা যায় ফটো এডিট করতে। এর মাধ্যমে আপনি ফটোর Background bLur, Background Change, Sticker Add, color changing, সব কিছু করতে পারবেন। প্রিমিয়াম ভার্সনে আপনি এক ক্লিকে background remove, অনেক ফিল্টার, স্টিকার, এবং টেমপ্লেট ইউজ করতে পারবেন।
Snapseed:-
snapseed এমন একটি অ্যাপস যেটি ব্যাবহার করা শিখে গেলে এডিটিং এর সব কিছু করা অনেক সহজ হয়ে যায়। এর মাধ্যমে Background পরিবর্তন, blur করা, ফেস স্মুথ করা, স্কিন tone ফর্সা করার মতো অনেক কিছু করা সম্ভব।
- Feature Of Snapseed Mod Apk
- Unlimited Everything
- No Ads
- Unlocked All Premium Feature
- Unlocked All Filters
আজ এই পর্যন্তই। কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ।
কোনো সমস্যা হলে কমেন্ট করে জানান অথবা আমার ফেসবুক আইডি তে knock করুন।
Picsart এর লিংক ঠিক করেন।
Network issue er karone add hoy nai
ekhn check den♥️
Unlimited Everything
No Ads
Unlocked All Premium Feature
Unlocked All Filters
J tay sob fetuses kaj kore