Site icon Trickbd.com

ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন ১ মিনিটেই। সাথে থাকছে অসাধারণ ফটো এডিট করার একটি প্রিমিয়াম ভার্সন App।

আসসালাুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তায়ালার রহমতে ভালই আছেন। আজকে আমি শেখাবো কিভাবে নিমিষেই ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবেন। ট্রিক্স টি অনেকেই হয়তো জানেন। আমার এই পোস্টটি করা হচ্ছে তাদের জানানোর জন্য যারা এই বিষয়ে জানে না।

 

নিচের মত করে আপনি ও মিনিটেই ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন।

 

তো চলুন শুরু করা যাক।

প্রথমে নিচের লিংক থেকে Apk টি ডাউনলোড করুন ?

(PlayStore e পাবেন কিন্তু আমি প্রিমিয়াম ভার্সনটি দিয়েছি)

Remove Background

প্রসেস টা অনেক সিম্পল।

Apk টি ডাউনলোড করা হলে Apk টি ইন্সটল করে এর মধ্যে প্রবেশ করুন।

 

Let’s get started এ ক্লিক করুন।

Others এ ক্লিক করুন।

আমাদের যেহেতু ফটো থেকে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে তাই আমরা Transparent এ ক্লিক করবো।

এর পর আপনার যে ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে সেই ফটো টি সিলেক্ট করে নিন।

আমি এই ইমজেটি সিলেক্ট করেছি।

দেখবেন ফটো টি প্রসেসিং করা শুরু করবে এবং মিনিটেই আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে।

এর পর আপনি Download অপশনে ক্লিক করে ফটো ডাউনলোড করে নিতে পারবেন।

এই ক্ষেত্রে ফটোর কোনো রেজুলেশনের ঘাটতি হবে না। আপনি চাইলে এখান থেকেই ফটো এডিট করে নিতে পারবেন।

এখানে আরও অনেক ফিচার আছে। যেমন আপনি ফটো নিজের ইচ্ছা মত সাইজ অনুসারে কনভার্ট করতে পারবেন। সোশ্যাল মিডিয়াতে আপলোড এর জন্য, ব্যানারে আপলোডের জন্য,  থাম্বনেইল আপলোডের জন্য ইত্যাদি সব ধরনের অপশন পাবেন।

 

অনেক সময় অনেক কাজের জন্য আর্জেন্ট ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দরকার পড়ে। সে ক্ষেত্রে আপনি এই অ্যাপস টি দিয়ে ইজিলি কাজ টি সম্পন্ন করে ফেলতে পারবেন।

 

পোস্ট টি এতক্ষণ পড়ার জন্য ধন্যবাদ।

পোস্ট কোনো কিছু ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

যেকোনো দরকারে আমার সাথে যোগাযোগ করুন। আমার ফেসবুক