আসসালমুআলাইকুম
আশা করি সবাই আল্লাহ তায়ালার রহমতে ভালো আছেন । অনেকই তো GCam এর ব্যাপারে অব্যাহত আছেন। কিন্তু ম্যাক্রো ফটোগ্রাফি এর জন্য সব Gcam ভালো কাজ করে না। তাই আজকে আমি এমন একটি Gcam নিয়ে আলোচনা করবো যেটার মেইন কাজই হলো ম্যাক্রো ফটোগ্রাফি। তো বেশি কথা না বলে চলে যাওয়া যাক টিউটোরিয়ালে।
Note: এই Gcam সাপোর্ট করার জন্য অবশ্যই আপনার ফোনের প্রসেসর / চিপসেট মিডিয়াটেক G80 অথবা স্নাপড্রাগণ 680 এবং এর উপরের প্রসেসর হতে হবে।
প্রথমে নিচের লিংক থেকে Gcam এন্ড কনফিগ টি ডাউনলোড করে নিন
BSG 8.1 (snap লেখা ভার্সনটি ডাউনলোড করবেন)
নিচের লিংক থেকে xml ফাইলটি ডাউনলোড করে নিন
অ্যাপস এবং Xml ডাউনলোড করা হলে
অ্যাপস টি ইন্সটল করে নিন । এর পর এপস e প্রবেশ করুন।
যা যা পারমিশন চায় Allow করে দিন।
উপর থেকে swipe করুন
সেটিং বাটনে ক্লিক করুন।
এর পর Config অপশনে ক্লিক করুন। এর পর Save বাটনে ক্লিক করে যেকোনো নাম দিয়ে সেভ করে নিন।
এর পর দেখবেন আপনার ফোনের ডাউনলোড অপশনে MGC 8.1 নামের একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে সেখানে ডাউনলোড করা xml টি কপি বা move করে রাখুন।
এর পর আবার এপস e ঢুকুন। এখানে ডাবল ক্লিক করুন। এতে কনফিগ অপশন আসলে কনফিগ টি সিলেক্ট করুন। এবং ফোটোস তুলে উপভোগ করুন।
এক ক্ষেত্রে ফোন কে যথা দূরত্ব বজায় রাখুন যেনো ফোকাস ভালো পায় এর পর যত টুকু লাগে ফোন থেকে জুম করে ফটো ক্লিক করুন।
আপনি এই অ্যাপস এর মাধ্যমে এমন ফোটোস পাবেন।
আপনি 4x জুম করে ফটো তুললে ভালো রেজাল্ট পাবেন । এর বেশি জুম করেও ফটো তুলতে পাবেন কিন্তু কোয়ালিটি ঘাটতি দেখা দিবে
এই ফটো এর 3.4x জুমে দেখুন কেমন কোয়ালিটি আসছে।
7x জুমেও কোয়ালিটি অনেক ভালো দেখা যাচ্ছে।
এভাবে আপনি খুব ভালো ভাবে ম্যাক্রো ফটোগ্রাফি করতে পারবেন।
নিচে আমি কিছু পিকচার দিয়ে দিচ্ছি এই এপস দিয়ে তোলা।
আর্টিকেল টি এতক্ষণ পড়ার জন্য ধন্যবাদ।
যেকোনো সমস্যার জন্য যোগাযোগ করুন আমার ফেসবুক একাউন্টে
lmc 8.2 r8 final use koren
ami nijei post korechi
কিন্তু সবাই তো আর ভালো তে সীমাবদ্ধ থাকে না। বেস্ট টাই অনেকে চেয়ে থাকে। আর প্রত্যেক GCam এর কাজ আলাদা আলাদা কাজে প্রসেশনালি ব্যাবহার করা হয়। প্রফেশনালি ব্যাবহারের ক্ষেত্রে কোনটা কোন কাজে ব্যাবহার হয় তা নিয়েই মূলত আমার পোস্ট করার।
আপনি একটু তেই সন্তুষ্ট থাকলে LMC ইউজ করতে পারেন বাট যদি একদম প্রফেশনালি পর্যায়ে ফটোগ্রাফি করতে চান তো অবশ্যই আলাদা আলাদা Gcam সম্পর্কে অবগত থাকতে হবে এবং ব্যাবহার করা শিখতে হবে।
আশা করি আপনার সংকচতা দুর করতে পেরেছি।
and professionally others photography er jonno
lmc 8.2, bsg 8.1, use kori