আসসালমুআলাইকুম 

আশা করি সবাই আল্লাহ তায়ালার রহমতে ভালো আছেন । অনেকই তো GCam এর ব্যাপারে অব্যাহত আছেন। কিন্তু ম্যাক্রো ফটোগ্রাফি এর জন্য সব Gcam ভালো কাজ করে না। তাই আজকে আমি এমন একটি Gcam নিয়ে আলোচনা করবো যেটার মেইন কাজই হলো ম্যাক্রো ফটোগ্রাফি। তো বেশি কথা না বলে চলে যাওয়া যাক টিউটোরিয়ালে।

Note: এই Gcam সাপোর্ট করার জন্য অবশ্যই আপনার ফোনের প্রসেসর / চিপসেট মিডিয়াটেক G80 অথবা স্নাপড্রাগণ 680 এবং এর উপরের প্রসেসর হতে হবে।

প্রথমে নিচের লিংক থেকে Gcam এন্ড কনফিগ টি ডাউনলোড করে নিন

BSG 8.1 (snap লেখা ভার্সনটি ডাউনলোড করবেন)

নিচের লিংক থেকে xml ফাইলটি ডাউনলোড করে নিন

BSG 8.1 Xml

অ্যাপস এবং Xml ডাউনলোড করা হলে

অ্যাপস টি ইন্সটল করে নিন । এর পর এপস e প্রবেশ করুন।

যা যা পারমিশন চায় Allow করে দিন।

উপর থেকে swipe করুন

সেটিং বাটনে ক্লিক করুন।

এর পর Config অপশনে ক্লিক করুন। এর পর Save বাটনে ক্লিক করে যেকোনো নাম দিয়ে সেভ করে নিন।

এর পর দেখবেন আপনার ফোনের ডাউনলোড অপশনে MGC 8.1 নামের একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে সেখানে ডাউনলোড করা xml টি কপি বা move করে রাখুন।

এর পর আবার এপস e ঢুকুন। এখানে ডাবল ক্লিক করুন। এতে কনফিগ অপশন আসলে কনফিগ টি সিলেক্ট করুন। এবং ফোটোস তুলে উপভোগ করুন।

 

এক ক্ষেত্রে ফোন কে যথা দূরত্ব বজায় রাখুন যেনো ফোকাস ভালো পায় এর পর যত টুকু লাগে ফোন থেকে জুম করে ফটো ক্লিক করুন।

আপনি এই অ্যাপস এর মাধ্যমে এমন ফোটোস পাবেন।

আপনি 4x জুম করে ফটো তুললে ভালো রেজাল্ট পাবেন । এর  বেশি জুম করেও ফটো তুলতে পাবেন কিন্তু কোয়ালিটি ঘাটতি দেখা দিবে

এই ফটো এর 3.4x জুমে দেখুন কেমন কোয়ালিটি আসছে।

7x জুমেও কোয়ালিটি অনেক ভালো দেখা যাচ্ছে।

এভাবে আপনি খুব ভালো ভাবে ম্যাক্রো ফটোগ্রাফি করতে পারবেন

নিচে আমি কিছু পিকচার দিয়ে দিচ্ছি এই এপস দিয়ে তোলা।

আর্টিকেল টি এতক্ষণ পড়ার জন্য ধন্যবাদ।

যেকোনো সমস্যার জন্য যোগাযোগ করুন আমার ফেসবুক একাউন্টে

22 thoughts on "ম্যাক্রো ফটোগ্রাফি (Macro photography) এর জন্য বেস্ট একটি GCam এন্ড কনফিগ"

  1. Apon islam Contributor says:
    এমন কিছু দেন যেইটা দিয়া মানুষ এর ভালো ছবি তোলা যাবে।
    1. Oniichan Contributor Post Creator says:
      Manush er photo tular jonno
      lmc 8.2 r8 final use koren
      ami nijei post korechi
  2. Abdullah Contributor says:
    যেকোনো একটা গুগল ক্যামেরা নিয়ে আসেন । যেটায় সবার ভালো চলবে।1 দিন পর পর নতুন নতুন অ্যাপ নিয়ে আসার মানে হয়না ।
  3. Oniichan Contributor Post Creator says:
    ব্রো মেইন কথা হলো Gcam এর মধ্যে LMC বেস্ট এইটা দিয়ে মোটামুটি সব কিছুরই ভালো রেজাল্ট পাওয়া যায়।
    কিন্তু সবাই তো আর ভালো তে সীমাবদ্ধ থাকে না। বেস্ট টাই অনেকে চেয়ে থাকে। আর প্রত্যেক GCam এর কাজ আলাদা আলাদা কাজে প্রসেশনালি ব্যাবহার করা হয়। প্রফেশনালি ব্যাবহারের ক্ষেত্রে কোনটা কোন কাজে ব্যাবহার হয় তা নিয়েই মূলত আমার পোস্ট করার।
    আপনি একটু তেই সন্তুষ্ট থাকলে LMC ইউজ করতে পারেন বাট যদি একদম প্রফেশনালি পর্যায়ে ফটোগ্রাফি করতে চান তো অবশ্যই আলাদা আলাদা Gcam সম্পর্কে অবগত থাকতে হবে এবং ব্যাবহার করা শিখতে হবে।

    আশা করি আপনার সংকচতা দুর করতে পেরেছি।

  4. Md Solaiman Islam Sobuz Contributor says:
    সব ফোনে সাপোটেড?
    1. Oniichan Contributor Post Creator says:
      Mediatek G80 and Snapdragon 680 chipset er uporer phone e support korbe.
  5. Al Sayeed Author says:
    apnar phone er model?
    1. Oniichan Contributor Post Creator says:
      Redmi Note 11 pro
  6. Rasel Khandokar Contributor says:
    Lmc 8.4 R17 এর কনফিগ দিতে পারবেন?
  7. Mindraj Contributor says:
    Vay password chay extract korte gele
    1. Oniichan Contributor Post Creator says:
      112018 din
  8. Db Khabir Contributor says:
    Tecno Spark 7 phone a support korbe? Gcam?
    1. Oniichan Contributor Post Creator says:
      processor?
  9. RANehal Contributor says:
    Samsung s20 er telephoto camera crash sara use kra jay emn kno gcam or solution ase?
  10. Ayon1122 Contributor says:
    Redmi 7S a hobe? Octa-core max 2.20GHz
    1. Oniichan Contributor Post Creator says:
      Chipset ki?
    2. Ayon1122 Contributor says:
      Snapdragon 660
  11. Torikulking Contributor says:
    আমারও রেডমি নোট ১১ প্রো+ ফোন আমি Lmc 8.4 R15 ব্যবহার করি।
    1. Oniichan Contributor Post Creator says:
      Ami normally photography er jonno lmc 8.4 r15 use kori
      and professionally others photography er jonno
      lmc 8.2, bsg 8.1, use kori
  12. sf308837 Contributor says:
    infinix hot 1s support kore na
  13. myself_shaurav Contributor says:
    Config for vivo y20

Leave a Reply